শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


নির্বাসিত ইহুদিদের ইরাকে ফেরার অনুমতি নবনির্বাচিত শিয়া নেতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ১৯৫০ - ৬০ দশকে ইরাক থেকে নির্বাসিত মোট জনসংখ্যার প্রায় ২ শাতাংশ ইহুদি আবার ইরাকে ফিরতে পারবেন বলে জানিয়েন ইরাকের নতুন নেতা মুকতাদা আল-সদর তিনি তাঁদের স্বাগত জানাবেন। মার্কিন সাময়িকী নিউজউইকে এ তথ্য জানানো হয়।

গত মাসে দেশটির পার্লামেন্ট নির্বাচন বিজয়ী শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা মুকতাদা আল-সদর কট্টর মার্কিনবিরোধী বলে পরিচিত।

আল-সদরের এক অনুসারীর জানতে চেয়েছিলেন, অতীতের শাসনকালে বৈষম্যনীতির কারণে যেসব ইহুদি ইরাক ছেড়ে গেছেন, তাঁরা ফিরতে পারবেন কি না। জবাবে তিনি বলেন, তাঁরা (ইহুদি) যদি ইরাকের প্রতি অনুগত থাকেন, তাহলে তাঁদের স্বাগত। তাঁরা ফিরলে পুরোপুরি নাগরিক অধিকার পাবেন।

ইরাকের সংবিধান বর্তমানে ইহুদিবাদকে ধর্মীয় স্বীকৃতি দেয় না। তবে দেশটিতে আইএসের পতন ও সার্বিক সহিংসতা কমে যাওয়ায় অনেক ইহুদি দেশে ফিরতে চাইছেন বলে সাম্প্রতিক খবরে বলা হচ্ছে।

এসএস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ