আওয়ার ইসলাম : সৌদি আরব ও ইন্দোনেশিয়ায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। মধ্যপ্রাচ্যসহ সংশ্লিষ্ট দেশগুলোতে শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
আল আরাবিয়া সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি শুক্রবার ঈদ হওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে।
এদিকে এশিয়ার ভারত মহাসাগরীয় দেশ ইন্দোনেশিয়া কর্তপক্ষও সেখানে আজ চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।
অবশ্য ইন্দোনেশিয়ার পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ঈদুল ফিতর উদযাপন হবে শনিবার (১৬ জুন।
বাংলাদেশসহ যে যে দেশে আজ চাঁদ দেখা যায়নি সে দেশগুলোতে শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
আগামী বেশ কয়েকদিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী মুসলমানদের মুখে থাকবে আনন্দের হাসি। একমাস সিয়াম সাধনার পর মুসলমানদের মাঝে আস এ ঈদ। ঐক্য, ভ্রতৃত্ব ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ। ধনী গরিব সবার মাঝে সমান আনন্দ বিলিয়ে দিতে মুসলমানদের মাঝে থাকে এক অপূর্ব প্রতিযোগিতা।
এবারের ঈদ সবার মাঝে বয়ে আনুক নির্মল আনন্দ ও ভালোবাসা।
এসএস