বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ফের ৩ দিনের হিট অ্যালার্ট জারি, হতে পারে বৃষ্টি যুদ্ধ কখনোই কোনো সমাধান দিতে পারে না: প্রধানমন্ত্রী সব ডিসি-এসপির সঙ্গে ইসির বৈঠক বৃহস্পতিবার ‘মানতিক; যুগের চাহিদার সাথে মিলে না’ এ ধরেণের কথা অযৌক্তিক: মুফতি হিফজুর রহমান দাওরায়ে হাদিসের ফলাফল নজরে সানীর আবেদনের সময় বাকি ৩ দিন  বৃষ্টি প্রার্থনায় জামিয়াতুল আবরার রাহমানিয়ায় ‘সালাতুল ইস্তিসকা’  আদায় হাসপাতালে সৌদি বাদশাহ সালমান সোস্যাল মিডিয়ায় প্রচারিত পাঠ্য তালিকার সাথে বেফাকের পাঠ্য তালিকার সম্পর্ক নেই: বেফাক সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা

‘ছাত্র-শিক্ষক শিষ্টাচার’ জীবন গঠনের অনন্য বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: মাদরাসা নবুওয়তে মুহাম্মদির চিরন্তনতা এবং মানব জীবনের গতিশীলতার মিলন মােহনা। মাদরাসা ইসলামি বিশ্বের আলোকবর্তিকা।মাদরাসা হলো জীবন ও জীবনী শক্তির মারকায, দ্বীন-ইমান রক্ষার দুর্গ এবং দুনিয়া বিমুখ মনীষী ও মানব দরদি মহান স্কলারদের লালনক্ষেত্র।

মাদারাসা ছাত্র-শিক্ষকরা  নানা কারণে হতাশা এবং নিরাশায় বিপর্যস্ত, অযােগ্যতার অনুভূতি ও হীনমন্যতায় বিধ্বস্ত।এ কারণেই ইলমি বিশ্বের অন্যতম রাহাবার সাইয়েদ আবুল হাসান আলী নদভি রহ. বলেন, ‘এখন মাদরাসার সংখ্যা বেড়েছে, ছাত্র ও ছাত্রাবাস অনেক হয়েছে, পাঠ্য বই ও পাঠ ব্যবস্থা বেশ আধুনিকায়ন হয়েছে। লাইব্রেরিগুলাে সমৃদ্ধ হয়েছে।

কিন্তু আত্মিক ও নৈতিক অবক্ষয়ও চূড়ান্ত হয়েছে। হৃদয়ের স্পন্দন থেমে গেছে । আত্মার খােরাক যেন কমে গেছে। দেহ আছে প্রাণ নেই, শব্দ আছে মর্ম নেই, কথা আছে হাকিকত নেই, ছুরত আছে সিরাত নেই, মজলিশ আছে সােহবত নেই। এককথায়। সব আছে , কিন্তু কিছু নেই।’

ছাত্র-ছাত্রীরা উম্মাহর প্রাণ, তারা পুরাে সমাজকে বদলে দিতে পারে । আকিদা-বিশ্বাস, চিন্তা-চেতনা, মন-মানস, রুচি-স্বভাব এবং ইলম-আমল। সর্বক্ষেত্রে ছাত্ররা হবে নবুওয়তে মুহাম্মদির সার্বজনীনতা ও যুগােপযােগিতার প্রবক্তা ও তার বাস্তব নমুনা।

সে লক্ষ্যে তাদেরকে ছোট বেলা থেকেই বাস্তব অনুশীলন আর আমলি ইলমি চর্চার মধ্য দিয়ে যেতে হবে। প্রথমে নিজেকে আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। পাথেয় হিসেবে কিছু ভালো বই হতে পারে ছাত্রদের একান্ত সহযোগীভ।

আত্মগঠন, আত্মোন্নয়ন, পরিশীলিত, মার্জিত, সবার কাছে গ্রহণীয়, লেখাপড়া, আমল আখলাকের প্রতি অদম্য স্পৃহা যোগানো মোট কথা নিজেকে একজন আদর্শ ছাত্র হিসেবে গড়ে তুলতে আপনাকে একান্ত সহযোগিতা করবে ‘ছাত্র শিক্ষক শিষ্টাচার’ নামক বইটি৷ অতি সংক্ষেপে ছাত্র-শিক্ষকদের করণীয় বর্জনীয় বিষয়ে অনবদ্য সংলন এ বইটি৷

চমৎকার এ বইটি মূলত দুটি অধ্যায়ে বিভক্ত- ছাত্র শিষ্টাচার ও শিক্ষক শিষ্টাচার৷ প্রেত্যেক অধ্যায়ে রয়েছে ছোট ছোট অনুচ্ছের অধীনে সমৃদ্ধ আলোচনা৷ কয়েকটি শিরোনাম যেমন, নিয়তের বিশুদ্ধতা, আমলহীন ইলম মুর্খতা, শিক্ষকগণের সম্মান, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, ছাত্রদের প্রতি স্নেহ ও নম্রতা, ছাত্রদের কল্যাণ কামনা, আদর্শ পাঠদান পদ্ধতি৷ এছাড়াও বইটিতে আকাবির উলামার আদর্শ ছাত্র জীবনীর উপরও আলোকপাত করা হয়েছে৷

বইটির মূল লেখক, আল্লামা কারি সিদ্দিক আহমদ বান্দভি৷ গুরুত্বপূর্ণ এ বইটি অনুবাদ করেছেন চট্টগ্রাম জামিয়া আরাবিয়া ইসলামিয়া জিরি-এর মুহাদ্দিস শায়খ মুফতি মুহাম্মদ ফোরকান আনোয়ারি৷ আর মাদানি কুতুবখানার ম্যানেজিং ডিরেক্টর মুফতি মুহাম্মদ আমিমুল ইহসানের নিখুঁত সম্পাদনায় বইটি পেয়েছে নতুন রঙ৷

পুরান ঢাকার বাংলা বাজারে অবস্থিত ৩৭, নর্থব্রুক হল রোডে (বিশাল বুক কমপ্লেক্স) মাদানী কুতুবখানার বিক্রয়কেন্দ্র। আগ্রহীদের কেউ বইটি ক্রয় করেত চাইলে কল করুন ০১৭৩৩-২০ ৬৭ ৫৭ এই নম্বরে অথবা মেইল করুন madanikbd@gmail.com ঠিকানায়।

বর্তমান আদব-শিষ্টাচার বিদায় হতে যাওয়া সময়ের ছাত্র-শিক্ষকদের জন্য বইটি পড়া একান্ত জরুরি৷ যেসব তরুণ কেবলই ফারেগ হয়ে শিক্ষকতার মহান পেশায় প্রবেশ করছেন তাদের ব্যক্তিত্ব ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করণ ও আদর্শ শিক্ষকের তালিকায় নিজের নামটি তুলতে বইটি যথেষ্ট সহযোগিতা করবে৷

এক নজরে 'ছাত্র-শিক্ষক শিষ্টাচার’
মূল: আল্লামা কারি সিদ্দিক আহমদ বান্দভি৷
অনুবাদ: শায়খ মুফতি মুহাম্মদ ফোরকান আনোয়ারি৷
সম্পাদনা: মুফতি মুহাম্মদ আমিমুল ইহসান৷
প্রকাশক: মাদানী কুতুবখানা
কাগজ বিনিময়: ১২০ টাকা
পরিবেশক: রকমারি, কিতাবঘর, খিদমাহ৷

আরো পড়ুন খুতুবাতে রমজান’ রমজান বিষয়ে সেরা বই


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ