শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাতারে সামরিক হামলার হুমকি সৌদি আরবের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি বাদশা সালামান বিন আবদুল আজিজ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে লেখা এক চিঠিতে হুঁশিয়ারি দিয়ে  বলেছেন, কাতার যদি রাশিয়ার কাছ থেকে  ‘এস-৪০০’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনে তাহলে সৌদি আরব কাতারে সামরিক অভিযান চালাবে।

ফ্রান্সের দৈনিক লা মনডে গতকাল এতথ্য প্রকাশ করেছে।

রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ কেনার জন্য কাতার যে আলোচনা চালাচ্ছে চিঠিতে সে ব্যাপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন সৌদির বাদশা। কাতার ‘এস-৪০০’ কিনলে সৌদি আরবের নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বলেও ওই চিঠিতে উল্লেখ করেন সালমান।

তাই কাতার যাতে এ ব্যবস্থা ক্রয় না করে সেজন্য দেশটির ওপর চাপ প্রয়োগ করতে ফরাসি প্রেসিডেন্টকে ওই চিঠিতে অনুরোধ জানিয়েছেন বাদশা সালমান।

অপরদিকে, প্যারিস থেকে প্রকাশিত দৈনিক লা মনডে এমন সময় এ খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা কেনার জন্য সৌদি আরব নিজেই মস্কোর সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছিলেন একজন সৌদি কূটনীতিক।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন ওমরা ভিসায় শর্ত ভঙ্গ হলে ৫০ হাজার রিয়াল জরিমানা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ