আওয়ার ইসলাম : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
সেইসঙ্গে তারা রাজনৈতিক উপায়ে সিরিয়ার চলমান সংকট নিরসনের লক্ষ্যে আস্তানা শান্তি আলোচনাকে এগিয়ে নেয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন।চলতি মাসে আস্তানায় সর্বশেষ শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তারা। খবর পার্সটুডে-এর।
দুই প্রেসিডেন্ট মঙ্গলবার এক টেলিফোনালাপে সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে এ আহ্বান জানান।
ইরান, রাশিয়া ও তুরস্কের উদ্যোগে গত প্রায় দেড় বছরে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়ার সরকার ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে নয় দফা বৈঠক হয়েছে। ওই তিন দেশের প্রচেষ্টায় সিরিয়াব্যাপী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার একমাস পর ২০১৭ সালের জানুয়ারিতে আস্তানা শান্তি প্রক্রিয়া শুরু হয়।
টেলিফোনালাপে পুতিন ও এরদোগান বলেন, সিরিয়ার সরকার ও কথিত বিরোধী গোষ্ঠীগুলোকে জাতিসংঘের কাঠামোর আওতায় গঠনমুলকভাবে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে।
আস্তানা বৈঠকের জের ধরে সিরিয়ায় চারটি যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠা করার পর দেশটির সংঘর্ষ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসে। এর ফলে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের সুযোগ সৃষ্টি হয়।
আস্তানার পাশাপাশি জাতিসংঘের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া বিষয়ক আরেকটি ধারাবাহিক আলোচনা চলছে। তবে গত পাঁচ বছর ধরে ওই আলোচনা চলে আসলেও সিরিয়ার সংঘর্ষ বন্ধে তা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেনি। পার্সটুডে।
আরও পড়ুন : ডলার ও ইওরো- লিরায় পরিবর্তন করুন: তুর্কিদের প্রতি এরদোগান