শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


প্রধানমন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডের রাজকন্যার সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাজকন্যা মহাচক্রী সিরিনধর্ন। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া থাইল্যান্ডের রাজকন্যার সঙ্গে থাকা সফর সঙ্গীরা এই সাক্ষাতে অংশ নেন।

বৈঠকে কুশল বিনিময় ও দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গতকাল ৩০ মে বুধবার চট্টগ্রামের টাইগারপাস এলাকায় পরিবেশ সংরক্ষণ প্রকল্প বাংলাদেশ-থাইল্যান্ড বিন্না ঘাস প্রকল্পের উদ্বোধন করেন থাইল্যান্ডের রাজকন্যা। চার দিনের রাজকীয় সফরে ২৮ মে সোমবার ঢাকায় এসেছেন রাজকন্যা মহাচক্রী সিরিনধর্ন।

আরও পড়ুন থাইল্যান্ডে ইসলাম ও ইসলামি শিক্ষা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ