বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ।। ১৯ বৈশাখ ১৪৩১ ।। ২৩ শাওয়াল ১৪৪৫


আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা, আইএস নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনে সংঘবদ্ধ হামলা চালিয়েছে আইএস।

বুধবার (৩০ মে) ভারী নিরাপত্তাবেষ্টিত স্বরাষ্ট্রমন্ত্রণালয় ভবনে হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলাবাহিনীর গোলাগুলি প্রায় কয়েক ঘণ্টার লড়াইয়ের মাধ্যমে শেষ হয়েছে। এতে ১০ হামলাকারী নিহত হয়েছে।

এ সময় তাদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক পুলিশ নিহত ও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী নাজিব দানিশ বলেন, বিস্ফোরণ বিল্ডিংয়ের খুব কাছে ঘটানো হয়েছে এবং হামলাকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। হামলার ঘটনায় অনুসন্ধান চলছে।

তবে প্রাথমিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ছয় হামলাকারী নিহত হয়েছে বলে জানানো হয়। ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল, আইএসআইএস নামেও পরিচিত) গ্রুপ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

কাবুলের আল জাজিরার জেনিফার গ্লাসি জানায়, এটি একটি জটিল আক্রমণ ছিল, কারণ যোদ্ধারা মন্ত্রণালয়ের ভেতরে শক্তিশালীভাবে প্রবেশের চেষ্টা করেছিল।

২৪ ঘণ্টা দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী জানায়, মন্ত্রণালয়ের চারদিকে বিস্ফোরণ প্রতিরক্ষা দেয়াল রয়েছে।

তালেবান ও আইএসআইএল উভয়ই কাবুলে হামলা চালিয়েছে, যার ফলে সাম্প্রতিক মাসগুলোতে এটি বেসামরিক লোকদের জন্য প্রাণঘাতী জায়গা হয়ে ওঠেছে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন- জার্মানে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আফগানিস্তানের মুহাম্মাদী


সম্পর্কিত খবর