মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৭ শাওয়াল ১৪৪৫


মদিনা শরিফে এতেকাফে অংশ নিচ্ছেন ১০ হাজার মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম:  চলতি রমজানে মদিনা শরিফে দেশ বিদেশের ১০ হাজার মুসল্লি এতেকাফ করবেন। আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ। মুসল্লিদের যাবতীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নির্দেশনাও দিয়েছেন তিনি।

সৌদি আরবের বেসরকারি গণমাধ্যমে বলা হয়েছে, এ বছর মসজিদে নববিতে এতেকাফে অংশ গ্রহণকারীদের জন্য নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে। মদিনার গভর্নর ইতোমধ্যেই এতেকাফ স্থল পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজ খবর নিয়েছেন। এতেকাফকারীদের যেন  কোন ধরনের অসুবিধা না হয় সে ব্যাপারে সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

বিগত বছরগুলোতে এতেকাফকারীদের জন্য কোন নির্দিষ্ট জায়গা ছিলো না। যার যেখানে সুযোগ হতো সেখানেই আসাবাবপত্র রেখে এতেকাফে অংশ নিতেন। এতে অনকে সময় সাধারণ মুসল্লিদের অসুবিধা হতো। ফলে এ বছর এতেকাফে অংশ নেয়া মুসল্লিদের জন্য মসজিদে নববির একটি অংশ ছেড়ে দেয়া হয়েছে। যেখানে সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ