শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ।। ৭ বৈশাখ ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৫


‘মাদকের বিরুদ্ধে যুদ্ধে জিততে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক নির্মূলের যে যুদ্ধ শুরু হয়েছের তার কোনো শেষ বলে কিছু নেই। সব শেষ না দেখে এ যুদ্ধ থামবে না।

রোববার সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘অল আউট’ যুদ্ধে নেমেছে। যতক্ষণ পর্যন্ত অল আউট না হবে ততক্ষণ পর্যন্ত এ অভিযান চলবে।

মাদকের বিরুদ্ধে যুদ্ধে জিততে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, যে পর্যন্ত আমরা মাদক নির্মূল করতে না পারব, সেই পর্যন্তই অভিযান চলবে।

সারাদেশে মাদকের বিরুদ্ধে সরকারের অভিযানের ঘোষণার পর সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীগুলোর তথ্য অনুযায়ী, রোববার পর্যন্ত কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৯০ জনের মতো নিহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, এদের বেশিরভাগই মাদক ব্যবসায়ী।

তবে দেশব্যাপী অভিযানে এভাবে মানুষের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও দেশের সচেতন মানুষ।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৫২

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ