মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
মজুদকারীদের উদ্দেশে মাওলানা আজহারীর কড়া বার্তা পবিত্র রমজান মাসের সম্ভাব্য তারিখ ১৮ ফেব্রুয়ারি তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস শায়খ আহমাদুল্লাহর পরামর্শে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণ চালু করছে সরকার বাংলাদেশি আলেমের হাতে অন্তিম মুহূর্তে হাসপাতালে কোরিয়ান বৃদ্ধের ইসলাম গ্রহণ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা সরকারবিরোধী আন্দোলনে গ্রেপ্তার বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান মোবাইল ক্রেতাদের জন্য বড় সুখবর দিলো সরকার জাপা প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ইসি অভিমুখে জুলাই ঐক্য গানম্যান পেলেন জামায়াত আমির

রোহিঙ্গা ইস্যু দক্ষভাবে সামলাচ্ছে বাংলাদেশ: কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফনটেইন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে কানাডা বাংলাদেশের পাশে আছে , এ সংকট সমাধানে কূটনৈতিকসহ সবরকম প্রচেষ্টা চালিয়ে যাবে তার দেশ।

নানা সীমাবদ্ধতার পরও রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ দারুণ দক্ষতার সঙ্গে সামলাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে কানাডিয়ান হাইকমিশনার এসব মন্তব্য করেন।

বৈঠক শেষে তোফায়েল আহমেদ বলেন, কানাডা এ দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী ১০০ ইকোনমিক জোন হচ্ছে দেশে।

প্রয়োজনে তাদের একটি বিশেষ জোন দেওয়া হবে। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে কানাডিয়ান হাইকমিশনার বলেন, মিয়ানমার ও বাংলাদেশ সফর শেষে তাদের রোহিঙ্গাবিষয়ক বিশেষ দূত বব রে দেশটির সরকারকে একটি প্রতিবেদন দিয়েছে।

ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আগামী সপ্তাহে বিশেষ ঘোষণা আসতে পারে। প্রিফনটেইন জানান, রোহিঙ্গা ইস্যুতে এরই মধ্যে কানাডা সরকার বাংলাদেশকে ৮৫ মিলিয়ন এবং পরে ১৫ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে।

এ ছাড়া রোহিঙ্গাদের নিয়ে তার দেশের এনজিওগুলোও কাজ করছে। বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বেশ ভালো। একে আরও বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে হাইকমিশনার বলেন, আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক যা আছে আমরা তা আরও বাড়াতে চাই।

কেননা এ দেশের বিপুল জনসংখ্যা, যা জনশক্তি হতে পারে এবং এ দেশের বিস্ময়কর প্রবৃদ্ধি আমাদের আকৃষ্ট করেছে।

বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপিকে ‘সন্ত্রাসী’ দল হিসেবে কানাডার একটি আদালত আবারও ঘোষণা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, কানাডার স্বাধীন বিচারব্যবস্থা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ