শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :

বদির বক্তব্য; অভিযোগ থাকলেও কেউ প্রমাণ করতে পারবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘অভিযোগ থাকলেও কেউ প্রমাণ করতে পারবে না যে, আমি ইয়াবা বা অন্য কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদি বলেছেন।

তিনি বলেন, ‘মাদকবিরোধী চলমান অভিযানে গ্রেপ্তার বা ক্রসফায়ার আতঙ্কে আমি ভীত নই। তবে কিছু মিডিয়াও ইয়াবা ব্যবসা করছে। সাংবাদিকরাও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

আমি যখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিই, তখনই এই মিডিয়ারা সিন্ডিকেট করে আমার বিরুদ্ধে অবস্থান নেয়। এ কারণে সংসদে আমি চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়েছি।’

আপনার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে, স্বরাষ্টমন্ত্রীও তা বলেছেন- এর জবাবে তিনি বলেন, ‘অভিযোগ আপনার বিরুদ্ধেও করতে পারি। কিন্তু প্রমাণ তো লাগবে।’

সরকারের মাদকবিরোধী চলমান অভিযানকে প্রসঙ্গে বদি বলেন, ‘অভিযান ভালো। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের অভিযান আরও আগে করা উচিত ছিল।’

সরকারের মাদকবিরোধী অভিযানে গডফাদাররা ধরা পড়ছে না, এ প্রসঙ্গে বদি বলেন, ‘শুরু হয়েছে মাত্র। শেষ না দেখে মন্তব্য করা ঠিক না। শুরু দেখেই যদি বিএনপির মতো সমালোচনা করেন, তাহলে বিতর্ক সৃষ্টি হয়।

মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদি বলেছেন, ‘অভিযোগ থাকলেও কেউ প্রমাণ করতে পারবে না যে, আমি ইয়াবা বা অন্য কোনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

তিনি আরো বলেন, ‘মাদকবিরোধী চলমান অভিযানে গ্রেপ্তার বা ক্রসফায়ার আতঙ্কে আমি ভীত নই। তবে কিছু মিডিয়াও ইয়াবা ব্যবসা করছে।

সাংবাদিকরাও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। আমি যখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিই, তখনই এই মিডিয়ারা সিন্ডিকেট করে আমার বিরুদ্ধে অবস্থান নেয়। এ কারণে সংসদে আমি চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়েছি।’

আপনার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে, স্বরাষ্টমন্ত্রীও তা বলেছেন- এর জবাবে তিনি বলেন, ‘অভিযোগ আপনার বিরুদ্ধেও করতে পারি। কিন্তু প্রমাণ তো লাগবে।’

সরকারের মাদকবিরোধী চলমান অভিযানকে প্রসঙ্গে বদি বলেন, ‘অভিযান ভালো। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। যুব সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের অভিযান আরও আগে করা উচিত ছিল।’

সরকারের মাদকবিরোধী অভিযানে গডফাদাররা ধরা পড়ছে না, এ প্রসঙ্গে বদি বলেন, ‘শুরু হয়েছে মাত্র। শেষ না দেখে মন্তব্য করা ঠিক না। শুরু দেখেই যদি বিএনপির মতো সমালোচনা করেন, তাহলে বিতর্ক সৃষ্টি হয়।

অারো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ