শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

পদ্মা সেতু রেল সংযোগে ব্যয় বাড়ল ৪ হাজার কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মঙ্গলবার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (প্রথম সংশোধিত) অনুমোদন করেছে।

এতে ব্যয় হবে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা। এর আগে প্রকল্পের মূল ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা।

এছাড়া একনেক সভায় মোট ৩৮ হাজার ৩৯৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিসহ (পিইডিপি-৪) ১৫টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষ পরিকল্পনামন্ত্রী এএইচএম মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘মোট ১৬টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

যা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৯৬ হাজার ২৩৫ কোটি টাকা।’

মোট ব্যয়ের মধ্যে ৫২ হাজার ৬৮৫ কোটি ৫ লাখ টাকা সরকারিভাবে অর্থায়ন হবে।

প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪৩ হাজার ২২১ কোটি ১৭ লাখ টাকা এবং বাকি ৩২৮ কোটি ৫৫ লাখ টাকা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে।

অনুমোদন পাওয়া ১৬টি প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি ২০২৪ সালের জুন মাস নাগাদ বাস্তবায়ন করা হবে। এর মূল ব্যয় ছিল ৩৪ হাজার ৯৮৮ কোটি ৮৬ লাখ টাকা, যা বেড়ে এখন হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৮০ লাখ টাকা।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে কাজা ও কাফফারা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ