বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


‘আমি ইসলাম গ্রহণ করেছি, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গফরগাঁও নিখোঁজ হওয়া হিন্দু কিশোরী মিতু রানী দাস (১৫) ইসলাম গ্রহণ করেছেন। আর নিজের বাড়িতে ফোন করে সান্ত্বনা দিয়ে জানিয়েছেন, ‘আমি ইসলাম গ্রহণ করেছি। ময়মনসিংহের একটি মাদরাসায় ইসলাম শিখতে এসেছি। আমি ভালো আছি, তোমরা চিন্তা করো ন।

মিতু গফরগাঁও উপজেলার যশরা গ্রামের বাসিন্দা রাখাল চন্দ্র দাসের মেয়ে। এবার সে শিবগঞ্জ বিদাস উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

জানা যায়, গত ১৪ মে সকালে শিবগঞ্জ হুরমত উল্লাহ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর তার পরিবার আর তার সন্ধান পায়নি।

এর পর দুদিনেও মেয়েকে না পেয়ে তার মা বীণা রানী দাস ১৬ মে গফরগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর পর ওই রাতেই মিতু তার মোবাইল ফোন থেকে স্বজনদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা জানিয়ে বলে সে ভালো আছে।

আপনার মোবাইলে এখনই ইনস্টল করুন ইসলামী যিন্দেগী

মিতু বাড়িতে ফোন করার পর ময়মনসিংহের বিভিন্ন মাদরাসায় খোঁজ নেয় তার পরিবার এমনকি যে নাম্বারে কল এসেছিল তা পুলিশকে জানায়। তবে মিতু কোথায় আছে তা বের করতে পারেনি তারা।

নিখোঁজ কিশোরী মিতু রানী দাসের সন্ধানে পুলিশ ও গোয়েন্দা বিভাগ-ডিবি কাজ করছে বলে জানান গফরগাঁও থানার ওসি আবদুল আহাদ।

থাইল্যান্ডে ইসলাম ও ইসলামি শিক্ষা

-আরআর


সম্পর্কিত খবর