শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


‘আপনারাও একদিন বায়তুল্লাহয় এসে আমিন আমিন বলবেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ‘ইনশাআল্লাহ, আপনারাও একদিন বায়তুল্লাহয় এসে আল্লাহর দরবারে আমিন আমিন বলবেন। হৃদয় প্রশান্তিতে ভরে যাবে।’

কথাগুলো বায়তুল্লাহ থেকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ফ্রান্সের পল পগবা ভক্তদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় বলছিলেন।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে তিনি বায়তুল্লাহর সফরে উমরা পালন করতে গিয়েছেন বলে জানা যায়। সেখানে তিনি নিজের এবং বিশ্বমুসলিমদের জন্য দোয়া করে বলেন, আপনারাও ইনশাআল্লাহ এখানে এসে আমিন বলবেন।

পল পগবা একজন সুপরিচিত ফরাসি মুসলিম ফুটবলার। তার পুরা নাম পল লাবিলে পগবা। ২৫ বছর বয়সী এ ফুটবলারকে ২০১৬ ফুটবল মৌসুমে ১১৪ মিলিয়ন ডলার দিয়ে কিনে নিয়েছে ব্রিটেনের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বিশেবর সবচেয়ে দামি ফুটবলার তিনি।

গত বছরও তিনি উমরা পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন।

ওমরা পালনে পল পগবা এখন মক্কায়

বিবিসির সূত্রে জানা যায় এর আগের বছরও তিনি উমরা পালন করেছেন।

পল পাগবা সামাজিক যোগাযোগ সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এ বছরের উমরা পালনের। ভিডিওটিতে তাকে হারাম শরিফে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ।

পল পগবা জাতীয় দলের পাশাপাশি প্রিমিয়ার লীগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড খেলেছেন, তিনি প্রধানত সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন।

https://www.instagram.com/p/BjDZ9gYDaB3/?taken-by=paulpogba

ডেইলি পাকিস্তান উর্দূ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আরো পড়ুন- রোজার সময় মুসলিমদের ছুটি নিতে বলে বিপাকে ডেনিশ মন্ত্রী

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ