রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

ভারতে রোজাদারদের মাসআলা জানার সুবিধান জন্য হেল্পলাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: জমিয়তে দাওয়াতুল মুসলিমিনের প্রধান কারি সাইয়েদ ইসহাক গোরা বলেছেন, রমজান বড়ই বরকত ও রহমতের মাস। এ মাসে আল্লাহর তাআলার অসংখ্য নেয়ামত ও পুরস্কারের বারি বর্ষণ হয়।

তিনি বলেন, এ মাসে রোজাদারদের জন্য অনেক বড় বড় নেয়ামত ও পুরস্কারের ওয়াদা রয়েছে। রোজাদারদের ক্ষমার ফয়সালা হয় এই মাসে। সেহরি ও ইফতারের সময় আল্লাহর বিশেষ বরকত অবতীর্ণ হয়।

কারি ইসহাক বলেন, গত বছরের মতো এ বছরও রমজানে রোজাদারদের সহযোগিতার জন্য হেল্পলাইন চালু করা হয়েছে। রোজাদাররা এ নাম্বারে কল করে মাসআলা জানতে পারছেন। শরিয়তের আলোকে তাদের সব প্রশ্নের জবাব দেয়া হবে।

হেল্পলাইন নাম্বার উল্লেখ করে তিনি বলেন, হেল্প নাম্বারে দুপুর বারোটা থেকে তিনটা পর্যন্ত কল করে মাসআলা মাসায়েল জানা যাবে।

সূত্র: রোজনামা খবরেঁ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ