আবদুল্লাহ তামিম: মাহে রমজানের প্রথম দিনে সৌদি আরবের রাজা, বাদশাহ সালমান মক্কা ও মদিনায় ৩ লক্ষ কুরআন হাদিয়া দেয়ার আদেশ দিয়েছেন।
সৌদি আরবের সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেটের বরাতে জানা যায়, খাদেমে হারামাইন শরিফাইন বাদশা সালমান বিন আবদুল আজিজ কিং ফাহাদ কুরআন ছাপাখানা থেকে মক্কার গ্র্যান্ড মসজিদে এবং মদিনাতে মসজিদে নববিতে ৩ লক্ষ কুরআন আগত মেহমানদের রমজানের হাদিয়া হিসেবে দেয়ার আদেশ দেন।
পবিত্র কুরআনের এ ৩লক্ষ কপির মধ্যে দুটি পবিত্র মসজিদ শেখ আবদুর রহমান আস-সুদাইসির তত্ত্বাবধানের ২লক্ষ কপি মক্কায় ও ২লক্ষ কপি মদিনায় বিতরণ করা হবে।
আস-সুদাইস বলেন, কুরআন নাজিলের পবিত্র এ মাসে কুরআনের মহিমা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার লক্ষে কিং সালমান বিন আবদুল আজিজ এ উদ্যোগ নিয়েছেন। কুরআনের সাথে সাথে সারাবিশ্বে কুরআনের বাণী যেনো আল্লাহ তায়ালা পৌঁছে দেন।
সৌদি গ্যাজেট থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
আরো পড়ুন- রমজানে তাফসির মাহফিলে রাষ্ট্রপতি
-আরআর