বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন বাংলাদেশে সৌদি সরকারের পাঠানো কোরবানির মাংস বিতরণ শুরু ‘জুলাই সনদ পাস না হলে শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হবে’ এআইতে মানুষের অংশীদারত্বই হবে সবার মূল শক্তি: লিংকডইন সিইও জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া ইসলামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় ফুজালা ও আবনা সম্মেলন কাল প্রান্তিক মানুষদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান ধর্ম উপদেষ্টার নির্বাচন বানচালের চেষ্টা হবে, সতর্ক থাকুন: প্রধান উপদেষ্টা মাদরাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫

নাজিবের বাড়ি ঘেরাও করেছে মালয়েশিয়া পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচনে পরাজয় বরণের সঙ্গে সঙ্গে কুকীর্তির ফল পেতে শুরু করেছে মালয়েশিয়ার সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী নাজিব রাজাক। স্ত্রীকে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার পর নাজিবের কুয়ালালমপুর বাসভব এবার ঘিরে রেখেছে পুলিশ।

কুয়ালালামপুরে রাজাকের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খবরে জড়ো হয়েছেন স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীরা।

রাজাকের বাসভবনের সামনে বাড়তি পুলিশ মোতায়েনের বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন প্রশ্ন করেন। এ বিষয়ে মোহাম্মদ রফিক মোহাম্মদ মুস্তাফা নামে পুলিশের এক কর্মকর্তা বলেন, অপেক্ষা করুন ও দেখুন।

বুধবার (১৭ মে) রাত সোয়া ১০টায় নাজিব রাজাক মসজিদ থেকে ফেরার পর পুলিশ তার বাসভবনে প্রবেশ করে। আপাতত এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কিছুই জানায়নি কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার একটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও দেখানো হচ্ছে। এতে দেখা যাচ্ছে রাজাকের বাসভবনের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য অবস্থান করছেন। পুলিশ সদস্যদের বাসভবনের ভেতরে প্রবেশের খবরও ছড়িয়ে পড়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি'তে (১মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ) দুর্নীতি তদন্তের অংশ হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নাম বার বার ওঠে এসেছে। তখনই নাজিব রাজাকের বিরুদ্ধে অবস্থান নেন মাহাথির মোহাম্মদ।

নাজিবের সেই দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বারিশান ন্যাশনাল থেকে পদত্যাগ করেছিলেন মাহাথির। ১৪তম সাধারণ নির্বাচনে পাকাতান হারাপানকে জয়ী করে প্রধানমন্ত্রী হয়েছেন মাহাথির মোহাম্মদ। প্রধানমন্ত্রী হয়েই ১এমডিবি'তে দুর্নীতি তদন্তের নির্দেশ দেন মাহাথির।

আত্মঘাতী বোমা হামলায় বাগদাদে নিহত ৮ আহত ৩০
পাকিস্তানেও চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ