ওমর ফাইয়ায: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরাইলের সেনাবাহিনী গাজায় ৬০ জনের বেশি মানুষকে হত্যা করার পরও জাতিসংঘের নিষ্ক্রীয়তা প্রমাণ করে জাতিসংঘ বলে আর কিছুর অস্তিত্ব নেই। জাতিসংঘ ভেঙে পড়েছে।
গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় দেয়া এক বক্তৃতায় এরদোয়ান এ কথা বলেন।
তিনি বলেন, জাতিসংঘের নিষ্ক্রীয়তার কারণেই ইসরাইল গাজায় খুনে গুণ্ডাদের দিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে যেতে পারছে। গাজায় সোমবারের হত্যাযজ্ঞের পর জাতিসংঘের নিষ্ক্রীয়তা ও নীরবতার পর জাতিসংঘ ভেঙে পড়েছে। জাতিসংঘ বলে কিছুর অস্তিত্ব আর নেই।
গত সোমবার কয়েক সপ্তাহ ধরে চলমান গ্রেট মার্চ অব রিটার্ন এর অংশ হিসেবে এবং যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুসালেমে স্থানান্তরের প্রতিবাদে নিরস্ত্র বিক্ষোভে হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী গাজায় ৬০ জনের বেশি মানুষকে হত্যা করে। ২৭০০ জনের বেশি মানুষ আহত হয় ইসরাইলের হামলায়।
এরদোয়ান ইসরাইলের কর্মকাণ্ডকে পৈশাচিক নৃংসশতা আখ্যা দেন।
তিনি আরও বলেন, তুরস্ক গাজায় ইসরাইলের হামলায় আহত ব্যক্তিদের গাজা থেকে বের করে এনে চিকিৎসার ব্যবস্থা করবে। গাজায় চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।
সূত্র: আল জাজিরা
নাজিবের বাড়ি ঘেরাও করেছে মালয়েশিয়া পুলিশ