আওয়ার ইসলাম : রেলমন্ত্রীর কোল জুড়ে যমজ পুত্রসন্তান। গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ১২ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে যমজ সন্তান জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা। মা ও যমজ সন্তান দুজনই সুস্থ অাছেন।
রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব এনএএম জসিম উদ্দীন জানান, রেলমন্ত্রী মুজিবুল হক যমজ পুত্রসন্তানের বাবা হয়েছেন। মা ও সন্তান দুজনই সুস্থ আছেন। এখন সবাই স্কয়ার হাসপাতালে অাছেন।
৬৭ বছরের বৃদ্ধ রেলমন্ত্রী মুজিবুল হক বিবাহ বন্ধনে আবদ্ধ হন ২০১৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লার চান্দিনার বাসিন্দা হনুফা আক্তার রিক্তার সঙ্গে। এর আগে ২০১৬ সালের ২৮ মে রেলমন্ত্রী কন্যা সন্তানের বাবা হন।
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮, আহত ২৭০০
 খুলনায় ভোটগ্রহণ শুরু
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        