শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’ ঢাকায় চালু হলো চীনা ভিসা সেন্টার ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়া নিয়ে ভোট শুক্রবার

গোলাপগঞ্জ পৌর ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাহবুব মোর্শেদ বলেছেন, আমরা সমাজে বরাবরই মেধাবী শিক্ষার্থী পাচ্ছি ঠিকই কিন্তু আদর্শ নাগরিক পাচ্ছি না। শিক্ষার্থীরা আদর্শিক তত্ত্বাবধনের অভাবে দিশেহারা হয়ে ঘুরছে।জড়িয়ে পড়ছে মদ, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজী, হত্যা, ধর্ষণ সহ সকল অপকর্মে। এহেন পরিস্থিতি মোকাবেলায় ছাত্র মজলিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের পড়ালেখার উদ্দেশ্য হতে হবে আদর্শ নাগরিক হিসেবে তৈরি হওয়া। আদর্শ নাগরিক হতে পারলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, ব্যবসায়ী যা কিছু হইনা কেন কর্মজীবনে সফলতা আসবে। উপকৃত হবে দেশ ও জাতি। কল্যাণ বয়ে আনবে ইহকাল ও পরকালের জীবনে।

সোমবার (১৪ মে ) সকাল ১১ টায় গোলাপগঞ্জ চৌমুহনীস্থ স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর শাখা আয়োজিত ২০১৮ সালের এস এস সি ও দাখিল উত্তীর্ণ কৃতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

শাখা সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুল মাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন, সিলেট পূর্বজেলা সভাপতি বিলাল আহমদ চৌধুরী, অফিস ও পাঠাগার সম্পাদক জাবের আহমদ।

শাখা সেক্রেটারি জয়নুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোলাপগঞ্জ উপজেলা সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বায়তুল মাল সম্পাদক জসিম বিন ফয়জু, ছাত্র মজলিস গোলাপগঞ্জ উপজেলা উত্তর সভাপতি রুহুল আমীন, সেক্রেটারি সালমান আহমদ, বায়তুলমাল সম্পাদক শাহিনুল ইসলাম রাজু, উপজেলা দক্ষিণ বায়তুলমাল সম্পাদক শাহিন আহমদ ফামান, পৌর বায়তুল মাল সম্পাদক ওলিউর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা ইউনিয়ন সভাপতি তাহের আহমদ, মারুফ আহমদ, মাহমুদুল হাসান, তাহমিদ আহমদ, আব্দুল কাইয়ুম, মিজানুর রহমান, মুজাহিদুল ইসলাম তারেক প্রমুখ।

বাতিলের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন তারা: খেলাফত মজলিস

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ