শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ।। ৭ কার্তিক ১৪৩২ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
১৬ মাসে কোরআনের হাফেজ কক্সবাজারের ওবায়দুল করিম আমরা কোরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই: অধ্যাপক মুজিবুর রহমান ঢাকাসহ বিভাগীয় শহরে শনিবার বিক্ষোভ করবে জামায়াত  প্রশাসনকে দ্রুততার সাথে বস্তুনিষ্ঠ ব্যবস্থা নিতে হবে: ইসলামী আন্দোলন আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত  যারা আমাকে অপহরণ করেছে তাদের বাংলাদেশি মনে হয়নি জীবন দিলেও যদি চরিত্র না বদলায় তাহলে ভাগ্যও বদলাবে না: শায়খে চরমোনাই শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: এক ঘণ্টায় তিন শিশু আহত ‘দুঃখজনক হলো ইসলামি অঙ্গন থেকে শক্তিশালী মিডিয়া গড়ার উদ্যোক্তা আমরা পাইনি’ ২৪ এর লক্ষ্য ও উদ্দেশ্য এখন পর্যন্ত পূরণ হয়নি: সারজিস

দেওবন্দে পড়ার ন্যায্য দাবীতে মাঠে নামছেন আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন রাইয়ান: উপমহাদেশে কওমি শিক্ষাধারার সূচনা ভারতের দারুল উলুম দেওবন্দ থেকে। সে আদর্শ ও নীতিমালাতেই চলে বাংলাদেশের কওমি মাদরাসা। সে হিসেবে দারুল উলুম দেওবন্দ কওমি শিক্ষার্থীদের কাছে উচ্চ শিক্ষার অনন্য ঠিকানা।

কিন্তু বাংলাদেশ থেকে কওমি শিক্ষার্থীদের দেওবন্দে পড়তে যাওয়ার সুযোগ নেই। অনেকে দেওবন্দে পড়াশোনার সুযোগ পেলেও তা বিভিন্ন মাধ্যমে হয়ে থাকে।

শিক্ষা একজন নাগরিকের মৌলিক চাহিদা। সে চাহিদাকে সামনে রেখে এবার আলেমরা বাংলাদেশের শিক্ষার্থীদের দারুল উলুম দেওবন্দে পড়ার সুযোগ তৈরিতে আন্দোলনের কথা ভাবছেন।

এ লক্ষে গতকাল পল্টনে খানা বাসমতি হোটেলে আলেমদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে মানববন্ধনসহ স্মারকলিপি পেশ করে সরকারের কাছে বৈধ উপায়ে দেওবন্দে পড়ার সুযোগ তৈরির বিষয়ে আলোচনার পর মানববন্ধন কর্মসূচি দেয়া হয়।

প্রথম কর্মসূচি হিসেবে ‘কওমী ছাত্র-শিক্ষক পরিষদ’ এর ব্যানারে আগামী ২১মে সোমবার সকাল ১০:৩০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করবেন আলেমরা।

জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের মুহাদ্দিস মুফতি সাখাওয়াত হুসাইনের আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মামুনুল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজী আতাউর রহমান, শেখ লোকমান হোসাইন, সাইমুম সাদী, মুফতি এনায়েতুল্লাহ, ওয়ালিউল্লাহ আরমান, মুফতী ফখরুল ইসলাম, গাজী ইয়াকুব, মুফতি ইমরানুল বারি সিরাজী, এহসানুল হক প্রমুখ।

বৈঠক ও কর্মসূচির বিষয়ে যোগাযোগ করা হলে তরুণ আলেম মাওলানা গাজী ইয়াকুব আওয়ার ইসলামকে বলেন, আমাদের ছেলেরা বিভিন্ন উপায়ে দেওবন্দে পড়ালেখা করছে, তারা যেন বৈধভাবে পড়ার সুযোগ পায় সে জন্য গতকাল আমরা বসেছিলাম।

অনেক আলোচনা হয়েছে, আগামী ২১ তারিখ মানববন্ধন এবং পরবর্তীতে প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে।

তিনি মনে কলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। সরকারের কাছে বিষয়টি সুন্দরভাবে উত্থাপন করা হলে কওমি শিক্ষার্থীদের জন্য বৈধ উপায় খুলে যাবে।

উল্লেখ্য, গত ১০ মে দারুল উলুম দেওবন্দে থেকে ফেরার সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেল স্টেশন থেকে ২৪ জন বাংলাদেশি শিক্ষার্থী আটক হন।

তারা এখনো জেলে আটক রয়েছেন এবং রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেওবন্দ ফেরত ছাত্রদের মুক্তিতে এগিয়ে আসুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ