শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৮ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন `মার্চ ফর গাজা’ কর্মসূচি সফল করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

মাযহাব, তাকলীদ ও ফিকহে হানাফী সম্পর্কে মুতালাআ ও মুযাকারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাযহাব, তাকলীদ ও ফিকহে হানাফী সম্পর্কে মুতালাআ ও মুযাকারা দশ দিনের কর্মশালা (রমযানের প্রথম দশক) (ওলামা-তলাবাদের জন্য)

সময়: প্রতিদিন সকাল দশটা থেকে সাড়ে বারটা পর্যন্ত। (আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে।)

স্থান: বাবুস সালাম মাদরাসা, বিমানবন্দর, ঢাকা

হাদীস শরীফের ভাষ্য অনুযায়ী একজন আলেমের দায়িত্ব হল ‘যারা এই দ্বীন থেকে প্রতিহত করবে চরমপন্থীদের বিকৃতি, মূর্খলোকদের অপব্যাখ্যা, ও বাতিলপন্থীদের অন্যায় হস্তক্ষেপ।’

সে হিসেবে একজন আলেমকে সর্বদা এসব বিকৃতি, অপব্যাখ্য, ও অন্যায় হস্তক্ষেপ সম্পর্কে সচেতন ও সতর্ক থাকা আবশ্যক ও দায়িত্ব। মাযহাব, তাকলীদ, ফিকহ ও ফিকহে হানাফীর মত স্বতসিদ্ধ বিষয়েও ইদানিং সংশয় ছড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কিরাম সচেতন ও সতর্ক হচ্ছেন।

এ ধারাবাহিকতায় বিদগ্ধ ও অভিজ্ঞ আহলে ইলমদের তত্ত্ববধানে দশ দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে। আশা করি, এতে আমাদের অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা উত্তম তাওফীকদাতা।

আলোচনা করবেন
মুফতী আব্দুল হাই সাহেব দা. বা., মুহতামিম, বাইতুস সালাম মাদরাসা, উত্তরা, ঢাকা
মাওলানা যিকরুল্লাহ খান সাহেব দা. বা. (ফরিদাবাদ মাদরাসা, ঢাকা)
মাও: যাকারিয়া আব্দুল্লাহ সাহেব দা.বা. (মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা) (শুক্রবার)
মাওলানা এমদাদ সাহেব দা. বা. (মাদরাসা বাইতুল উলুম, ঢালকানগর, ঢাকা)

মাও: ইউসুফ জামাল সাহেব দা. বা. (মুশরিফ, উলুমুল হাদীস বিভাগ, হাজিপাড়া মাদরাসা)
মাও: ইবরাহীম হাবীব সাহেব দা. বা. (মুহাদ্দিস, বাইতুস সালাম মাদরাসা, উত্তরা, ঢাকা)
মাওলানা তাহমীদুল মাওলা সাহেব দা. বা. (জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা)
মাওলানা আবু হাসসান রাইয়ান সাহেব দা. বা. (মাদরাসা রায়হানুল উলুম, মিরপুর, ঢাকা)

মাও: আব্দুর রহমান সাহেব দা. বা. (দারুত তাসনীফ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিযা ঢাকা)
সার্বিক তত্ত্বাবধানে: মাওলানা এমদাদ সাহেব দা. বা.(মাদরাসা বাইতুল উলুম, ঢালকানগর)
সহযোগিতায়: মাওলানা তরিকুল ইসলাম (বাইতুস সালাম মাদরাসা, উত্তরা, ঢাকা)

পরিচালনায়: মাওলানা আনিস সাহেব দা. বা. মুহতামিম, বাবুস সালাম মাদরাসা, ঢাকা

যোগাযোগ: ০১৭৩৮৬২৬৯২৫, ০১৯৮৮২১২৬৭০


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ