আবদুল্লাহ তামিম: ইরাকের কোরদিস শহরের এরবিল এলাকার একটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণের সময় আল-আরাবিয়া টিভির লাইভ সংবাদ চলাকালে পিছনে দুই পুলিশের শরীর বানানোর চিত্র দেখা যাওয়ায় ভাইরাল হয়ে যায় এ ভিডিও।
তাৎক্ষণিক ওই দুজন নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করা হয় বলে জানায় আল-আরাবিয়া ডটনেট।
ইরাকের কোরদিস শহরের এরবিল এলাকার ভোটকেন্দ্রে আল আরাবিয়ার সংবাদদাত আহমাদ হামাদানি এর লাইভ কভারেজের ভিডিও লাইভে টেলিভিশনে তাদের দেখা যায় একজন পুলিশ আরেকজনের শরীর মেসেজ করে দিচ্ছে।
উল্লেখ্য, ইরাকে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে সংসদীয় নির্বাচন। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে উৎখাতের পর এটা দ্বিতীয় সাধারণ নির্বাচন।
সারা দেশে কঠোর নিরাপত্তার মধ্যে দশ হাজার ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দেবেন।
ছয় হাজারেরও বেশী প্রতিদ্বন্দ্বী পার্লামেন্টের ৩২৫টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাগদাদ থেকে বিবিসির ড্যান ডেমন জানাচ্ছেন বিপুল প্রার্থী তালিকার জন্য এবারের নির্বাচনকে বলা হচ্ছে সংখ্যার নির্বাচন।
আল- আরাবিয়া ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
আরো পড়ুন- জার্মানিতে মদের বোতলে কালিমাখচিত সৌদি পতাকা, মুসলিমদের ক্ষোভ