শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
ইসরায়েলে হামলা: ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শিক্ষক ও বাবুর্চি নিয়োগ দেবে রাজধানীর আল্লামা শামসুল হক রহ.মাদরাসা উপজেলা নির্বাচনে যাচ্ছে কি ইসলামি দলগুলো? পাঠ্যপুস্তকের ওপর নির্ভরশীল হয়ে স্মার্ট জেনারেশন সৃষ্টি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী বিচ্ছিন্নভাবে দে‌শের স্বার্থ অর্জন করার সুযোগ নেই : সেনা প্রধান স্বাস্থ্য সুরক্ষা আইন সংসদে পাশ করব : স্বাস্থ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে পড়ে ট্রাফিক কনস্টেবল আহত আ.লীগের মন্ত্রী-এমপির আত্মীয়দের উপজেলা নির্বাচনে নিষেধাজ্ঞা; অমান্য করলে ব্যবস্থা ফকিহুল মিল্লাত রহ. এর পরামর্শ -‘ফারেগিন কার সঙ্গে পরামর্শ করবে’

দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে ‘কুরআন পার্ক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইসলামের পবিত্র গ্রন্থসমূহে উল্লিখিত বিভিন্ন উদ্ভিদ ও অলৌকিক ঘটনা দর্শনার্থীদের সম্মুখে তুলে ধরতে মরুর দেশ দুবাইয়ে নির্মিতব্য ‘কোরআন পার্ক’টি খুব  উন্মুক্ত করা হচ্ছে।

পার্কটি দুবাইয়ের ‘আল খাওয়ানিজ’ এলাকায় নির্মিত হয়েছে। যদিও পার্কটি উদ্বোধনের তারিখ এখনও ঘোষণা করা হয় নি।

দুবাইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পার্কটিতে প্রবেশে থাকছে না কোনও টিকিটের ব্যবস্থা। বিনামূল্যে দর্শনার্থীরা এটির অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন।

দুবাই মিউনিসিপ্যালিটির মহাপরিচালক দাউদ আবদুল রহমান আল হাজি ‘গাল্ফ নিউজ’কে বলেন, ‘প্রকল্পটির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল কাচের হাউস। এটির অভ্যন্তরে রয়েছে কোরআন ও হাদিসে বর্ণিত উদ্ভিদসমূহ। এসব উদ্ভিদ বিশেষ তাপমাত্রা এবং পরিবেশগত বিশেষ নির্ণায়ক যন্ত্রের অধীনে বেড়ে ওঠবে। পাশাপাশি এতে কোরআনে উল্লিখিত বিভিন্ন ভেষজ উদ্ভিদও স্থান পেয়েছে।’

অলৌকিক গুহা সর্বশেষ আধুনিক মিথস্ক্রিয় কৌশলগুলির সঙ্গে কোরআনে বর্ণিত সাতটি অলৌকিক ঘটনাকে প্রদর্শিত করে।

শিগগিরই খুলে দেয়া হচ্ছে দুবাইয়ের ‘কোরআন পার্ক’

আল হাজির বলেন, ‘এই পার্কে কোরআন ও হাদিসে উল্লেখিত উদ্ভিদের ১২টি বাগান রয়েছে। এসব উদ্ভিদের মধ্যে আছে কলা, ডালিম, আখরোট, বাঙ্গি, আঙ্গুর, ডুমুর, রসুন, তরমুজ, পেঁয়াজ, ভুট্টা, গম, মটরশুটি, আদা, অম্ল, তুঁত, কুমড়া, দারুচিনিসহ এর বৈজ্ঞানিক ও ঔষধি উপকারিতা এবং ব্যবহার।’

তিনি আরও বলেন, ‘পার্কটি সৌর প্যানেল, ওয়াই-ফাই সিস্টেম, ফোনের চার্জিং স্টেশন এবং দর্শকদের জন্য ছায়াযুক্ত আসন থাকবে।’

সূত্র: খালিজ টাইমস

আরো পড়ুন- রমজানের প্রস্তুতি এখন থেকেই নিতে হবে: আল্লামা শফী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ