শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


কাতারে জমিয়তের কমিটি গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৪ মে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ সংশ্লিষ্ট কাতার প্রবাসী শাখা গঠনের লক্ষ্যে মাওলানা আব্দুশ শহিদের বাস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

মাওলানা হাফিজ জসীম উদ্দীনে সভাপতিত্বে এবং আবু আফিফা আতিকুর রাহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নব নির্বাচিত কমিটির সহ সভাপতি মাও মিসবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুশ শহিদ, যুগ্ন সাদারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক এম আবু বকর সাদী, প্রচার সম্পাদক মাওলানা ইকবাল হোসেনসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, ঐক্যবদ্ধ প্লাটফরম ছাড়া কোন সমাজেই উন্নয়ন সম্ভব হয় না। আর আকাবের-আসলাফের হাতে গড়া সংগঠন জমিয়তের মাধ্যমে আমরা সকল প্রবাসী সুশৃংখলভাবে একিভূত হয়ে চলতে পারলে প্রবাস জীবনে আমাদের দৈনন্দিন নানা সমস্যার মুকাবিলাসহ আর্তমানবতার অনেক কল্যাণকর কাজ করা সহজেই সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা জসীম উদ্দীন বলেন, আজ কাল ইসলামি দলের অভাব নেই, তবে নেতৃত্ব, নেতা-কর্মী এবং দলীয় আদর্শে ইসলামের পরিপূর্ণ বিধান বজায় রাখার গুরুত্বটা জমিয়ত ছাড়া অন্যান্ন ইসলামি দলে খুব কমই দেখা যায়। তাই ব্যক্তিগঠন, ইসলামি শিক্ষা সমাজ ব্যবস্থা বাস্তবায়নে জমিয়তের বিকল্প নেই।

বৈঠকে সম্মিলিত পরামর্শের ভিত্তিতে হাফেজ মাওলানা জসিম উদ্দীনকে সভাপতি এবং মাওলানা আব্দুশ শহিদকে সাধারণ সম্পাদক করে পরীক্ষামূলক এক বছর মেয়াদি ৫৫ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

চলিত বছর কমিটির অন্তর্ভুক্ত সকলের সার্বিক কার্যক্রম, কমিটি বহির্ভুতদের দলের প্রতি আন্তরিকতা যাচাই বাছাই করে আগামী বছর তিন সালা মেয়াদী একটি শক্তিশালী কমিটি করারও সীদ্ধান্তও উক্ত বৈঠকে হয়। পরিশেষে সভাপতির আনুরোধে মাওলানা মিসবাহ উদ্দীনের দোআর মাধ্যমে বৈঠক শেষ হয়।

কমিটির তালিকা নিম্নরুপ-

প্রধান উপদেষ্টাঃ হাঃ মাওঃ লুতফুর রাহমান- সিমাল
উপদেস্টাঃ মাওঃ শিহাব উদ্দীন- কর্নেশ
উপদেস্টাঃ মাওঃ আব্দুল গনি- সালাকা জাদীদ
উপদেস্টাঃ হাঃ মাওঃ আনওয়ার হোসাইন- মাইজার
উপদেষ্টাঃ মাওঃ আসআদ উল্লাহ- দাফনা
উপদেস্টাঃ মাওঃ উবায়দুল্লাহ ফারুক- দুহা (বুখারী মসজিদ)
উপদেষ্টাঃ মওঃ আব্দুল ওয়াহিদ- দুহা

সভাপতিঃ হাঃ মাওঃ জসিম উদ্দিন- বিন ইমরান
সিনিয়র সহ সভাপতিঃ আবু আফিফা আতিকুর রাহমান- আবু নাখলা
সহ সভাপতিঃ মাওঃ মুতাহির আহমদ- সাহিলিয়া
সহ সভাপতিঃ হাঃ মাওঃ মাহফুজুর রাহমান- আবু হামুর
সহ সভাপতিঃ মাওঃ মিসবাহ উদ্দীন- বিন ইমরান
সহ সভাপতিঃ মাওঃ বদরুল ইসলাম- আলখুর
সহ সভাপতিঃ মাওঃ আবুল কাসেম- মাইজার
সহ সভাপতিঃ মাওঃ নিজাম উদ্দীন তারেক- মদিনা খলিফা
সহ সভাপতিঃ আলহাজ্ব সুলাইমান আহমদ- সাহিলিয়া

সাধারণ সম্পাদকঃ মাওঃ আব্দুশ শহি- আজিযিয়া
যুগ্ম সাধারণ সম্পাদকঃ মাওঃ আব্দুল মতিন- সিমাল (আল ওয়াআব)
যুগ্ন সাধারণ সম্পাদকঃ মাওঃ আব্দুল্লাহ আল মামুন- খারাতিয়া
সহ সাধারণ সম্পাদকঃ মাওঃ শুয়াইব আহমদ- দুহা
সহ সাধারণ সম্পাদকঃ মাওঃ আবু বকর সিদ্দিক- মাইজার
সহ সাধারণ সম্পাদকঃ মাওঃ আবুল হাসানাত- লাক্তা (রাইয়্যান)
সহ সাধারণ সম্পাদকঃ হাফিজ জাকারিয়া- ওয়াকরা

সাংগঠনিক সম্পাদকঃ এম আবু বকর সা’দী- মুগলিনা
সহ সাংগঠনিক সম্পাদকঃ মাওঃ জুবের আহমদ - সানাইয়্যা
সহ সাংগঠনিক সমম্পাদকঃ মাওঃ নাসির উদ্দীন- আল ওয়াআব
সহ সাংগঠনিক সম্পাদকঃ মাওঃ আবদুল্লাহ- আল ওয়াআব
সহ সাংগঠনিক সম্পাদকঃ এম জুনাইদ আহমদ- সিমাল

প্রচার সম্পাদকঃ মাওঃ ইকবাল হোসেন- আল হিলাল
সহকারী প্রচার সম্পাদকঃ এম ফয়সল আহমদ- আবু হামুর

অর্থ সম্পাদকঃ মাওঃ আমীরুদ্দীন- সিমাল (আল ওয়াআব)
সহকারী অর্থ সম্পাদকঃ মুফতি জহিরুদ্দীন- বিন ইমরান
সহকারী অর্থ সম্পাদকঃ মাওঃ হোসাইন আহমদ- মাইজার (শারওয়া)

দপ্তর সম্পাদকঃ মাওঃ রশিদ আহমদ- আল ওয়াআব
সহকারী দপ্তর সম্পাদকঃ হাফিজ ইয়াহইয়া- আজিযিয়া

প্রশিক্ষন সম্পাদকঃ মাওঃ মাহমুদুর রাহমান- আইন খালিদ
সাহিত্য সম্পাদকঃ মাওঃ সাঈদ আহমদ- সু’কুল আলী
শ্রম বিষয়ক সম্পাদকঃ মাওঃ মাসুম বিল্লাহ- ওয়াকির
দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদকঃ মাওঃ রাশাদ আহমদ (হিব্বু)- সু’কুল আলী
প্রবাসী ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদকঃ হাঃ সালমান মাহমুদ- শাহানিয়া
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ হাঃ মাওঃ মহফুজুর রাহমান- আইন খালিদ
বানিজ্য বিষয়ক সম্পাদকঃ হাফিজ মাহফুজুর রাহমান- মদিনা মুররা
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ এম আব্দুল আজিজ মনসুর- হিলাল
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ এম সাইফুল্লাহ মাহমুদ ইমরান- সাহিলায়া
দাওয়া বিষয়ক সম্পাদকঃ হাফিজ নাসির উদ্দীন- সানাইয়্যা

নির্বাহী সদস্য
হাঃ মাওঃ মাজহারুল ইসলাম- আজিযিয়া
মাওঃ জাকির হোসাইন- সাদ
হা. মাওঃ আসআদ আহমদ- শাহানিয়া
মাওঃ শফিকুর রাহমান - আজিযিয়া
মাওঃ রাহমাত উল্লাহ - রাইয়্যান
মাওঃ তাজুল ইসলাম- আজিযিয়া
মাওঃ জাহাঙ্গির হোসাইন- শাহানিয়া

সদস্যঃ
মাওঃ মনসুর আহমদ- আবু নাখলা
মাওঃ উবায়দুল্লা- শাহানিয়া
মাওঃ তাজ উদ্দীন- রাজলাফান
হাফেজ আল-আমীন- রাইয়্যান
হাফেজ মাসদুক আহমদ ফখরুল- লাক্তা
হাঃ ইফজাল আহমদ- সাদ
এইচ এম কিবরিয়া আহমদ- দাফনা
এম ফয়সল আহমদ- শাহানিয়া
জনাব মুনির আহমদ- ইযগাওয়া
জনাব সাইফুল ইসলাম- রাইয়্যান

চাঁদপুর ছাত্র জমিয়তের অভিষেক অনুষ্ঠান

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ