শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


রমজানের বিশ্বসেরা পাঁচ সংগীত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  আসছে মহিমান্বিত রমজান। এ মাসকে বরণে প্রস্তুত বিশ্ব মুসলিম উম্মাহ, আহলান সাহলান মাহে রমজান। পবিত্র এ মাস মুসলিম জাতির প্রতি মহান আল্লাহর সীমাহীন অনুকম্পা ও অনুদানের অন্যতম মাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ-মাসকে “শাহরুন-মুবারাক” বরকতময় মাস বলে অভিহিত করেছেন। এ মাসের রয়েছে বিশাল মর্যাদা ও ফজীলত, রয়েছে বিশেষ বিশেষ আমল। এ মাসকে কেন্দ্র করে বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর আবেগ অনুভূতি অন্যরকম। তাই গায়করাও এ মাস কেন্দ্র করে গায় নতুন নতুন গান।

সুরের মূর্ছনায় হৃদয় মাতিয়ে তুলে। এমনই বিশ্বসেরা রমজানের পাঁচ গান নিয়ে হাজির হয়েছি আজ। বিশ্বের প্রায় মানুষ এখন মাহের জেইনের রোজার অসাধারণ ইংরেজি সংগীত বিশ্বব্যাপী সমাদ্রিত হয়েছে।

রামাজান নামের এ সংগীত ইংরেজির সঙ্গে সঙ্গে আরবি সংগীতও সমাদ্রিত হয়েছে বিশ্বব্যাপী।

দিমা বাশার বিশ্বব্যাপী সমাদ্রিত একজন শিল্পী। তার গলায় রামাজানুল হাবিব অসাধারণ জনপ্রিয় একটি সংগীত।

রমজানের আরেকটি সংগীত। অসাধারণ জনপ্রিয়তার শীর্ষে তুরস্ক ও কাতারে খুবই জনপ্রিয় এ সংগীতটি। কালিব হাসরির কণ্ঠে এ সংগীতটি ২০১৬ সালের শেষের দিকে রিলিজ হয়েছিলো।

পাকিস্তানের বাচ্চাদের নিয়ে গাওয়া অসাধারণ এ সংগীতটিও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিশ্বব্যাপী।

মাহে রমজান কা মাহিনা কা এহসাস উঠাকে দেখ। বিশ্ববিখ্যাত মরহুম গায়ক জুনায়েদ জামসেদের রমজান নিয়ে একটি গজলও জনপ্রিয় হয়ে ওঠেছে বিশ্বব্যাপী।

আরো পড়ুন- জশনে জুলুসের র‌্যালি নিয়ে মন্তব্য করায় ২ আলেমের বিরুদ্ধে মামলা


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ