তাওহীদ আদনান
দেওবন্দ থেকে
দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদ সংলগ্ন দোকানে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে কয়েকটি দোকান।
অগ্নিকাণ্ডের ফলে ট্রান্সমিটার ফুটে আশে পাশে ছড়িয়ে গেছে আগুন৷ খবর পেয়ে দেওবন্দ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস৷
আগুনে মসজিদে রশিদ সংলগ্ন চারটি দোকান ও দোকানের আশপাশের অন্যান্য আসবাবপত্রসহ পুড়ে ছাঁই হয়ে যায়।
“ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।” অগ্নিকাণ্ডের ফলে হাতহতের ঘটনা না ঘটলেও চোরটি দোকানের কোনো আসবাব রক্ষা করা যায়নি।
আরো পড়ুন- মদিনায় অগ্নিকাণ্ডে ১৫ ওমরা পালনকারী নিহত, আহত ১৩০
এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        