শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘যারা বলে ‘জয় বাংলা’ হিন্দুদের স্লোগান তারা ইসলামের ইতিহাস পড়ুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, যে ব্যক্তি বঙ্গবন্ধুকে জাতির পিতা স্বীকার করে না, জয় বাংলা শ্লোগান দেয় না, সে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।

শনিবার মাদারীপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।

শাহাজান খান বলেন, যারা বলে ‘জয় বাংলা’ হিন্দুদের স্লোগান তারা ইসলামের ইতিহাস পড়ুন। আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সা. মক্কা বিজয়ের সময় একটি আওয়াজ করেছিলেন ‘ফাতুল মক্কা, ফাতুল মক্কা’।

যদি আমাদের নবী নিজের মাটির জন্য ‘জয় মক্কা’ বলতে পারেন, তা হলে আমার মাটির বিজয়ের জন্য কেন ‘জয় বাংলা’ বলতে পারব না?

বিএনপির সমালোচনা করে নৌমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ২০০২ সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিশ্বের ১১৪টি দেশ মিলিত হয়ে একটি সম্মেলনে বসেছিলেন এবং সেখানে একটি চুক্তি হয়েছিল ২০০২ সালের পূর্বে যে সমস্ত দেশে গণহত্যা হয়েছিল সেসব দেশে এর কোন বিচার হবে না। খালেদা জিয়া আর কোন দিন বলতে পারবে না যে, সে মুক্তিযুদ্ধের পক্ষের লোক।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমাদের মধ্যে কোন কোন্দল নেই। আমরা আওয়ামী লীগকে ভালোবাসি। শেখ হাসিনার নেতৃত্বে কাজ করি।

‘পাহাড়ে হত্যাকাণ্ডের পেছনে বিএনপি-জামায়াতের হাত’

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ