বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৮ রমজান ১৪৪৫


আগামীকাল খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাইক্রো চালক সজিব হত্যাকারীদের গ্রেফতার ও অপহৃত ৩ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য অধিকার ফোরাম ও বাঙ্গালী ছাত্র পরিষদ।

আজ দুপুরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ থেকে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন তারা।মিছিলকারীরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শাপলা চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ করে।

পার্বত্য অধিকার ফোরামের আহবায়ক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এসএম মাসুম রানা, পার্বত্য অধিকার ফোরামের মাটিরাঙ্গা আহবায়ক হেলাল উদ্দিন, কলেজ প্রতিনিধি মো. ইব্রাহীম খলিল ও সোহেল রানা প্রমুখ।

বক্তারা ইউপিডিএফ নিষিদ্ধের দাবি জানিয়ে অচিরেই অপহৃত ৩ বাঙ্গালী ব্যবসায়ী উদ্ধার ও মাক্রোচালক হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে রবিবারের মধ্যে জড়িতদের আটকে ব্যর্থ ও অপহৃতরা উদ্ধার না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।

উল্লেখ্য, গুলিতে নিহত নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার দাহক্রিয়ায় মাক্রোবাসযোগে যাওয়ায় পথে রাঙ্গামাটির নানিয়ারচর এলাকার বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে শুক্রবার ইউপিডিএফ গণতান্ত্রিক এর আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মা ও মাক্রোচালক মো. সজিব হোসেনসহ ৫ জন নিহত হয়। এর আগে গত ১৬ এপ্রিল মহালছড়ির মাইসছড়িতে কাঠ কিনতে গিয়ে ৩ বাঙ্গালী ব্যবসায়ী অপহৃত হয়।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ