শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন

যৌন কেলেঙ্কারির ফাঁদে সুইডিশ অ্যাকাডেমি : ২০১৮ নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌন কেলেঙ্কারির ফাঁদে পড়ে সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার স্থগিত ঘোষণা করেছে সুইডিশ অ্যাকাডেমি। ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার ২০১৯ সালে রিজার্ভ প্রাইজ হিসেবে ঘোষণা করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি।

সুইডিশ একাডেমির এক সদস্যের স্বামীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠলে মারাত্মক বিশৃঙ্খলা শুরু হয় নোবেল পুরস্কারকে ঘিরে।

এরমধ্যে অ্যাকাডেমির স্থায়ী সম্পাদক  সারা দানিয়ুস পদত্যাগ করা ছাড়াও পিটার ইংলান্ড, ক্লাস ওস্টেরগ্রেন ও জেল এস্পমার্ক ভবিষ্যতে অ্যাকাডেমির আর কোনো কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। এরা নোবেল পুরস্কার কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

বিশ্বব্যাপী চলমান ‘মি টু’ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে গত বছরের নভেম্বরে ১৮ নারী জঁ ক্লদ আরনলের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন বলে খবর সুইডিশ গণমাধ্যমগুলোর। আরনল সুইডিশ অ্যাকাডেমির সদস্য কাতারিনা ফ্রোস্টেনসনের স্বামী।

অ্যাকাডেমির এক জরুরি বৈঠকে সংখ্যাগরিষ্ঠ সদস্য ফ্রোস্টেনসনকে সরিয়ে দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিলে এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন ইংলান্ড, ওস্টেরগ্রেন ও এস্পমার্ক।

এ ঘটনায় অ্যাকাডেমি নিজেই ‘স্বার্থের দ্বন্দ্ব’ বিষয়ক নিজস্ব নিয়মকানুন ভেঙেছিল বলেও সন্দেহ করা হচ্ছে; যা খতিয়ে দেখতে সে সময়ই একটি লিগাল ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওই তদন্তের বিষয়েও পরে কিছু জানায়নি নোবেল সাহিত্য পুরস্কার ঘোষণাকারী এ প্রতিষ্ঠানটি।

আরনলের আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল কোনো ধরনের অপরাধ ও অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছেন।

সুইডেনের রাষ্ট্রীয় কৌসুলিরা যৌন কেলেঙ্কারির অভিযোগগুলোর প্রাথমিক তদন্ত শুরু করলেও পরে এর কিছু অংশ বাদ দেন; আরনলের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়নি।

আরো পড়ুন : তিনমাস বয়সী ছেলেকে নিয়ে ওমরায় মুশফিক

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ