আওয়ার ইসলাম: ভারতের রাজস্থানে ভয়াবহ ধুলোঝড়ে অন্তত ২৭ জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসতবাড়ি ও স্থাপনা। বুধবার রাতে রাজ্যের আলবার, ভারতপুর ও ধলপুর জেলায় এ ধুলোঝড় আঘাত হানে। ঝড়ে এসব জেলার অনেক এলাকায় গাছ-গাছালি ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে গেছে।
দাবদাহের প্রবাহে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। হঠাৎই শুরু হয় প্রবল হাওয়া। কিন্তু স্বস্তির বদলে মুহূর্তে তা বদলে গেল আতঙ্কে। হাওয়ার গতিবেগ ক্রমশই বাড়তে থাকে। সেই সঙ্গে শুরু হয় প্রবল ধুলোঝড়। ক্রমশই তা ভয়াবহ চেহারা নেয়। নিমেষের মধ্যে উপড়ে পড়ে বড় বড় গাছ, উড়িয়ে নিয়ে যায় দোকানঘর, অস্থায়ী ছাউনি, ঘরবাড়ির ছাদ।
কেএল