শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


শবে বরাতে মরা গরুর গোস্ত বিক্রির অভিযোগে কসাই গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র শবে বরাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জোনাইল হাটে মরা গরুর গোস্ত বিক্রির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কসাই দেলবার হোসেনকে আটক করেছে পুলিশ। আটক দেলবার হোসেন উপজেলার বোর্নি গ্রামের মৃত আকুল মোল্লার ছেলে।

বুধবার বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের ওসি শাহরিয়ার খান বলেন, এ ঘটনায় ওই কসাইকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সরাবাড়িয়া গ্রামের মৃত গোলবার হোসেনের স্ত্রী তছরী বেওয়ারের একটি গরু রোগাক্রান্ত হয়ে মারা যায়।

পরে জোনাইল হাটের কসাই দেলবার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গরুটি জবাই করে সন্ধ্যায় বাজারে নিয়ে আসেন। পরে তিনি গরুর গোস্ত ক্রেতাদের কাছে বিক্রি করেন।

কিছুক্ষণ পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দিলে থানা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম কসাই দেলবার হোসেনকে আটক করে রাতেই থানায় নিয়ে যান।

এ সময় মরা গরুর গোস্ত বিক্রির অভিযোগে বিক্ষুব্ধ লোকজন গরুর মালিক তছরী বেওয়ার বাড়ি ঘেরাও করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

কেএল


সম্পর্কিত খবর