বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ।। ১১ বৈশাখ ১৪৩১ ।। ১৫ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
সৈয়দপুরে তাপদাহে অতিষ্ঠ মানুষ, ‘হিটস্ট্রোকে’ ১ জনের মৃত্যু স্বর্ণের দাম আরও কমলো, ভরি ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান ইরান-পাকিস্তানের ঢাবিতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিস্কা’র অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন ‘বৃষ্টির জন্যে সালাত আদায় করলেই অবশ্যম্ভাবী বৃষ্টি চলে আসবে—বিষয়টা তা নয়’ মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটিতে সম্পন্ন হলো বিয়াম'র চ্যাপ্টার কমিটি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত জ্যামাইকার আগামীদিনে বিশ্বের মধ্যে অন্যতম স্মার্ট হবে দেশের হজ ব্যবস্থাপনা: ধর্মমন্ত্রী সকালে ইসতিসকার নামাজ আদায়, রাতেই নামল স্বস্তির বৃষ্টি চাঁদ মামার বয়স হয়েছে! চাঁদের বয়স কত?

বৃদ্ধাশ্রমে মুশফিক, শুনলেন কষ্টের গল্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম অাহমেদ: জাতীয় দলের এক ক্রিকেটার এবার গেলেন বৃদ্ধাশ্রমে। মুশফিকুর রহিম সুযোগ পেলেই অসহায় মানুষের পাশে দাঁড়ান। সহযোগিতা করার পাশাপাশি জানান সহমর্মিতা।

গোড়ালির ইনজুরি কাটিয়ে সবেই মাঠে ফেরা মুশফিক মঙ্গলবার মিরপুরে হালকা রানিং করেই চলে যান কল্যাণপুরের পাইকপাড়ায় অবস্থিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে’। সেখানে গিয়ে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার গান শুনলেন। অন্যদের খোঁজ-খবর নিলেন। শুনলেন তাদের অসহায়ত্বের গল্প।

পুরুষ ও মহিলা মিলে ২২ জন থাকেন বৃদ্ধাশ্রমে ছোট ছোট চারটি কক্ষে। যিনি মুশফিককে গান শুনিয়েছেন তার নাম কেউ জানে না! খুব বেশি লাফালাফি করেন বলে ‘লাফা’ নামেই ডাকেন সবাই। মানসিক হাসপাতাল থেকে তিন বছর আগে দুজন চিকিৎসক এখানে তাকে দিয়ে যান।

ক্রিকেটার মুশফিককে বৃদ্ধাশ্রমের কেউ না চিনলেও কেউ একজন দেখতে এসেছেন সেটি ভেবেই আপ্লুত সবাই। আপ্লুত মুশফিকও, ‘তারা যে জায়গায় আছেন বা যে সংগ্রামের মধ্যে দিয়ে এসেছেন, তাতে আমাদের চেনারও কথা নয়। কেউ না কেউ তো এসেছিল, এটাই অনেক বড় ব্যাপার। তাদের দেখে বুঝতে পারছি আমরা কত ভাল আছি। আরও বড় বড় কাজের সাথে যেন জড়িত থাকতে পারি, সেটিই চাই।’

মুশফিক নিজে দেখতে এসেছেন। আহ্বান জানালেন সক্ষম ব্যক্তিদের এগিয়ে আসার, ‘সাহায্য করার মতো অবস্থায় অনেকেই আছেন। আমি চাইব তারাও এগিয়ে আসুক। বৃদ্ধ যারা আছেন, তারা অনেক কষ্টে আছেন।

তারা যদি শেষ সময়টা একটু ভাল কাটিয়ে যেতে পারেন তাহলে এরচেয়ে ভাল কিছু আর হয় না। চেষ্টা থাকবে তাদের সঙ্গে সময় কাটানোর এবং সাহায্য করা।’

আরো পড়ুন-আজ ১ মে, শ্রমিক অধিকারে ইসলাম, ভাবনায় চলে এলো ইসলামের ছোঁয়া


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ