সোমবার, ০৬ মে ২০২৪ ।। ২৩ বৈশাখ ১৪৩১ ।। ২৭ শাওয়াল ১৪৪৫


এই রমজানে ৩০০ ইমাম নেবে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন রমজান উপলক্ষ্যে মরক্কো ও আলজেরিয়া থেকে প্রায় ৩০০ ইমাম নেবে ফ্রান্স। দ্বিপাক্ষিক চুক্তির অংশ হিসেবে এসব ইমাম নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

তবে এ চুক্তির জন্য দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ম্যাক্রো তীব্র সমালোচনার শিকার হচ্ছেন।

ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক নেতা এ চুক্তি বাতিল করার জন্য চাপ দিচ্ছে। এ চুক্তি ফ্রান্সীয় ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে তাদের যুক্তি। অর্থাৎ ফ্রান্স ইসলাম ধর্মে যে সংস্কার দাবি করছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়।

ফ্রান্সে প্রায় আড়াই হাজার মসজিদ রয়েছে। রমজান মাসে এসব মসজিদে তারাবির জন্য বিদেশি ইমাম নিয়োগ করা হয়।

আলজেরিয়া, তিউনিসিয়া ও তুরস্ক ফ্রান্সের মসজিদগুলোতে ইমাম পাঠায়। যাদের অধিকাংশ স্বেচ্ছাসেবী হিসেবে আসেন।

তবে ইমাম নিয়োগের সমালোচকদের এক হাত নিয়েছেন ইউনিয়ন অব মসকস অব ফ্রান্সের প্রেসিডেন্ট মুহাম্মদ মৌসুভি। বলেছেন, হঠাৎ বিদেশি ইমাম নিয়োগকে সমস্যা মনে করা হচ্ছে কেনো? কিছু মানুষ ইমাম নিয়োগের উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে না জেনে রাজনৈতিক উদ্দেশ্য এর সমালোচনা করা হচ্ছে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ