শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


৪বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তাহিরপুর সীমান্তে ভারতের ব্যাটালিয়ন পুলিশের হাতে আটককৃত ৪ বাংলাদেশী শ্রমিককে প্রায় ২৪ ঘন্টা পর দুই দেশের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

অপরদিকে একই সময়ে আটকৃত ভারতীয় ৪ নাগরিককে বিজিবি ফেরত দিয়েছে বিএসএফর হাতে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা পর্যন্ত বিজিবি ও বিএসএফর মধ্যে চাড়াগাঁও সীমান্তের ১১৯৫ মেইল পিলার সংলগ্ন জঙ্গলবাড়ী নামক স্থানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দুই দেশের পতাকা বৈঠকে বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বীরেন্দ্র নগর কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন ও চারাগাও বিওপির হাবিলদার মো. মোনায়েম খাঁন। অপরদিকে ভারতের বিএসএফর পক্ষে নেতৃত্ব দেন চারাগাও বিএসএফ কমান্ডার মুখোষ শিং।

দুইপক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হওয়ায় চারাগাও বিএসএফ কমান্ডার মুখোষ শিং বাংলাদেশী সলিম উদ্দিন (৩০), লাল চাঁন মিয়া (৩২), সুজন মিয়া (৩৫) ও সচিন্ড দাস (৩৮) নামের ৪ শ্রমিককে বীরেন্দ্র নগর বিজিবি কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিনের কাছে হস্তান্তর করেন।

অপরদিকে বিজিবি কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন ভারতের অর্জিত হাজং (৬০), দেব জনি হাজং (৫৫) রামলা হাজং (৫০) জোসনা গারো (৪৫) নামের ৪ ভারতীয় নাগরিকে মুখোষ শিংয়ের হাতে হস্তান্তর করেন।

কেএল

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ