শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আরবি ভাষার জ্ঞান প্রয়োগে ইংরেজি শেখার বিশেষ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২০ শাবান থেকে জামিয়া আল-ইহসান ঢাকায় শুরু হচ্ছে ‘আরবি ভাষার জ্ঞান প্রয়োগে ইংরেজি শেখার বিশেষ কোর্স’।

এতে প্রশিক্ষণ দেবেন, মাওলানা মিনহাজুদ্দীন , প্রতিষ্ঠাতা পরিচালক, আল-ইহসান ইংলিশ কোচিং সেন্টার।

মাওলানা রুহুল আমীন, পরিচালক, জামিয়া আল-ইহসান। মাওলানা আখতারুদ্দীন বি.এ অনার্স(ইংরেজি) শিক্ষাসচিব, জামিয়া আল-ইহসান।

মুহাম্মদ মাঈন উদ্দিন,মাস্টার্স (ইংরেজি), সাবেক রিসার্চ এক্সিকিউটিভ, সাইফোর্স।

কোর্সটি ৪৭১ নয়াপাড়া, দনিয়া, শনিরআখড়া (বর্ণমালা স্কুলের পশ্চিম গেইট সংলগ্ন) জামিয়া আল-ইহসান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আগ্রহীগণ ০১৭০৮৫৭৬৫০১, ০১৭৭৯৩১৩২৮১ এ নাম্বার দুটিতে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন ।

মুহাম্মদ মাঈন উদ্দিন বলেন, কোর্সটি দীর্ঘদিন ধরে চলে আসছে। এটি মাদরাসা শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী। যারা আরবি মোটামুটি বুঝেন তাদের জন্য ইংরেজি বুঝা খুবই সহজ। সেভাবেই সাজানো হয়েছে কোর্সটি।

-আরআর


সম্পর্কিত খবর