সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭


মেয়েকে শালীন জীবনে রাখতে চান শাহরুখ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: হাজারও তরুণ তরুণীর অশ্লীলতায় পথ দেখানো বলিউড অভিনেতা শাহরুখ খান নিজের মেয়েকে অশ্লীলতায় দেখতে চান না। এমনকি তার মেয়ে কারও সাথে প্রেমের সম্পর্কে জড়াক সেটিও মনে প্রাণে ঘৃণা করেন।

এমনিতে শাহরুখ খান নিজের সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করেন। কিন্তু শাহানা তরুণী হওয়ার পর শাহরুখ খান শাহানা সম্পর্কে সতর্ক হয়ে উঠেছেন। তাকে শালীন জীবনে রাখতে চান তিনি। যদিও এরই মধ্যে তার নানারকম স্ক্যান্ডাল ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

সম্প্রতি একটি সাক্ষাতকারে তার কথা বার্তা থেকে বোঝা যায়, নিজের জীবন যেভাবেই কাটান না কেনো, মেয়ের জন্য শালীন ও সুস্থ জীবনই পছন্দ করেন তিনি। এবং তার সমাজে মেয়ের ভবিষ্যত নিয়ে তিনি উদ্বেগের মধ্যে আছেন।

ourislam tv

তিনি তার মেয়ের সাথে প্রেমের সম্পর্কে যেতে ইচ্ছুক তরুণদের উদ্দেশ্যে বলেন, শাহানা আমার শাহজাদী। তুমি যদি তার সাথে কোনো ধরনের সম্পর্কে জাড়িয়ে পড়ো তাহলে মনে রেখো আমি তোমাকে পছন্দ করবো না, আমি সব জায়গায় আছি।

তোমার উচিত নিজের জন্যে একজন আইনজীবী নিয়োগ দেওয়া। তোমার পরিণতি ভালো হবে না। আমি আবার জেলে যেতে অপছন্দ করি না।

ডেইলি জঙ্গ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

-আরআর


সম্পর্কিত খবর