শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


‘মোদির হৃদয়ে নারী, দলিত ও গরীবদের কোনো স্থান নেই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ সোমবার নয়াদিল্লীর তালকোটরা স্টেডিয়ামে ‘সংবিধান বাঁচাও অভিযান’-এর সূচনায় ভাষণ দেয়ার সময় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদির হৃদয়ে গরীব, দলিত ও নারীদের কোনো স্থান নেই।

রাহুল গান্ধী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি ও আরএসসের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘দেশে দলিতদের বিরুদ্ধে সহিংসতা ও অত্যাচার দ্রুতগতিতে বাড়ছে। মহারাষ্ট্র হোক বা উত্তর প্রদেশ যেখানেই দেখুন না কেন দলিতদের টার্গেট করা হচ্ছে। তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদের নিপীড়ন করা হচ্ছে।’

রাহুল বলেন, ‘এই প্রথম সরকার সংসদে বাধা দিয়েছে। মোদিজি সংসদে দাঁড়াতে ভয় পান। আমাকে সংসদে ১৫ মিনিট সময় দেয়া হোক, উনি আমার সামনে দাঁড়াতেই পারবেন না। নীরব মোদি ও রাফায়েল ইস্যুতে কোনো জাবাব দিতে পারবেন না।’

রাহুল বলেন, ‘৮ বছরের শিশু ধর্ষিতা হচ্ছে, উন্নাওতে ধর্ষণের ঘটনা ঘটেছে। কিন্তু মোদি বিজেপি বিধায়কদের ব্যাপারে কিছুই বলেননি। এই প্রথম হল, ভারতের বাইরে আইএমএফ প্রধান মোদিজিকে বলেছেন আপনি দেশের নারীদের জন্য কিছু করছেন না!’

তিনি বলেন, আগে স্লোগান ছিল, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ কিন্তু এখন নয়া স্লোগান, ‘বেটি বাঁচাও, বিজেপি বিধায়ক থেকে বাঁচাও’। এটাই বাস্তবতা যে মেয়েদেরকে সরকার রক্ষা করবে না। দলিতদের উপরে জুলুম, নারীদেরকে ধর্ষণ, যুবকদের সঙ্গে প্রতারণা সরকার কেবল এসবই দিয়েছে।’

৭০ বছর ধরে কংগ্রেস দেশের সম্মান তৈরি করেছে কিন্তু প্রধানমন্ত্রী গত ৪ বছরে তার ক্ষতি করেছে বলেও রাহুল গান্ধী মন্তব্য করেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ