বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ।। ৬ ভাদ্র ১৪৩২ ।। ২৭ সফর ১৪৪৭

শিরোনাম :
বিদেশি ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ সেবা চালু করল সৌদি বাংলাদেশ খেলাফত মজলিসের দক্ষিণখান থানা কমিটি গঠন গাজা সিটি দখলে অভিযানে ইসরাইল, একই পরিবারের পাঁচ জনসহ নিহত ৮১ অনুমতি ছাড়া মসজিদের ভিডিও করায় মডেলের বিরুদ্ধে মামলা ‘সৃজনশীল খেলাধুলার সংকট: আন্তর্জাতিক গবেষণার আলোকে বাচ্চাদের মেধা বিকাশে বাধা’ মাসবুক সাহু সেজদার সালামে শরিক হবে কি? নড়াইলে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত হবিগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে উল্টে গেল প্রাইভেটকার, নিহত ৩ রাষ্ট্রীয়ভাবে শরিয়া আইন বাস্তবায়ন না চাওয়ার বিষয়ে ইসলাম কী বলে?

দাওরায়ে হাদিস পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক থেকে যারা দাওরায়ে হাদিস মারহালায় পরীক্ষা দেবেন তাদের পাস ফেল বিধির একটি জরুরি নির্দেশনা প্রকাশ করা হয়েছে। জেনে নিন বিষয়গুলো।

সর্বমোট বিষয় ১০ টি। মোট নম্বর ১০ * ১০০ = ১০০০

১. সর্বমোট বিষয় ১০টির কোনো একটিতে অকৃতকার্য (ফেল) হলে এবং গ্রেস-এর আওতায় না এলে অকৃতকার্য বলে গণ্য হবে এবং সে হবে “রাসিব”।

২. যে কোনো এক বিষয়ে পাস নম্বর (৩৩) না থাকলে সর্বোচ্চ ১০ নম্বর পর্যন্ত গ্রেস পাবে। এরূপ পরীক্ষার্থী পাস বলে গণ্য হবে; তার বিভাগ হবে মাকবুল।

৩. একাধিক বিষয়ে ফেল করলে গ্রেস পাবে না।

৪. শুধু এক বিষয়ে ফেল করলে পরবর্তী বছর পরীক্ষার ফি প্রদান করে ওই বিষয় পরীক্ষা দেয়া যাবে। একাধিক বিষয়ে ফেল করলে নতুনভাবে নিবন্ধন করে যথানিয়মে সব বিষয় পরীক্ষা দিতে হবে।

৩. পুরুষ ও নারীদের ফলাফল আলাদা হবে। পুরুষদের ৪০ (চল্লিশ) জনের মেধা তালিকা হবে, নারীদের হবে ১০ (দশ) জনের।

৪. ফলাফল আল-হাইআতুল উলয়ার ওয়েব সাইটে প্রকাশ করা হবে। তারপর আল-হাইআতুল উলয়া ফলাফলের হার্ড (প্রিন্ট) কপি বোর্ডগুলোতে পৌঁছে দেবে আর বোর্ডগুলো নিজ দায়িত্বে স্ব স্ব অধিভুক্ত মাদরাসাগুলোতে পৌঁছে দিবে।

৫. পরীক্ষার্থীদের কারো ফলাফলের ব্যাপারে আপত্তি থাকলে ফলাফল প্রকাশের ৪০ (চল্লিশ) দিনের মধ্যে প্রতি কিতাবের জন্য পরীক্ষার সমপরিমাণ ফি-সহ স্ব স্ব বোর্ডের মাধ্যমে ফলাফল পুনঃবিবেচনার আবেদন করা যাবে।

সূত্র: বেফাক ওয়েবসাইট

নারায়ণগঞ্জ হেফাজত আমিরসহ ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ