শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ বৈশাখ ১৪৩১ ।। ১৮ শাওয়াল ১৪৪৫


আসিফা হত্যার বিচার দাবিতে নারীদের গণস্বাক্ষর কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আসিফা! আমরা লজ্জিত। তোমার হত্যাকারীরা এখনো জীবিত। এমন নানা স্লোগান লেখায় ভরে উঠেছে বিশাল ডিজিটাল পেপারগুলো। ‘ওয়াল অব জাস্টিজ ’ নামে গণস্বাক্ষরের আয়োজন করা হয়েছে ভারতের মালিগাঁও এলাকার আইটিটি হাই স্কুল মাঠে।

আসিফার ইনসাফ প্রাপ্তি ও ধর্ষণ হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে প্রতিবাদি স্লোগান দিতে দিতে এতে হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার কিশোরী, তরুণী অংশ গ্রহণ করে।

স্থানীয় সংসদ সদস্য শেখ আসিফ উদ্দিনের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের কাছে গণস্বাক্ষরের অনুলিপি ও জনতার পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হবে।

এ কর্মসূচিতে আসিফার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এক কোটি টাকার অনুদান প্রদান, জড়িতদের সর্বোচ্চ সাজা ও আসিফা হত্যার মামলা ফার্স্ট ট্রেকে রেখে আগামী ৬ মাসের মধ্যে বিচার কাজ শেষ করার জন্য মোদি সরকারের কাছে দাবি জানানো হয়।

এ ছাড়াও এ মামলায় বিজ্ঞ আইনজীবি নিয়োগ, কাঠুয়ার মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করণ ও নারী সুরক্ষায় সংসদে বিশেষ আইন পাস করারও দাবি পেশ করা হয়।

সূত্র: মিল্লাত টাইমস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ