বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


রাজীবের দুই ভাইয়ের পড়ালেখার খরচ দিতে চান অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ হারানো সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব হোসেনের ছোট দুই ভাইয়ের দায়িত্ব নিতে চেয়ে অফিসিয়া ফেসবুকে ঘোষণা দিয়েছেন অনন্ত জলিল

জন্মদিন উপলক্ষে দেয়া তার স্ট্যাটাসে বলেন, ‘বন্ধুগন, আসসালামু আলাইকুম। আজকের দিনে আল্লাহ্তায়াল তার সুন্দর ধরণী আর সুন্দর সুন্দর সৃষ্টির মাঝে আমাকে পাঠিয়েছেন, আজ আমার জন্মদিন , তাই শুকুর আলহামদুলিল্লাহ।’

স্ট্যাটাসে তিনি বলেন,  রাব্বুল আলআমিনের নিকট আমি কৃতজ্ঞ এ কারনে যে, এমন আনন্দের দিনে তিনি আমাকে স্বপরিবারে মক্কায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন।

রাজীবের মৃত্যুর প্রসঙ্গ তুলে এ সুপার স্টার বলেন, তবে মন খারাপ আরেক কারনে, সকালে দেশের অধিক জনপ্রিয় দৈনিক খবরের কাগজ প্রথম আলোর একটি সংবাদ দেখে। কিছু দিন আগে বাস দূর্ঘটনায় রাজিব নামে একজন মেধাবী শিক্ষার্থী তার হাত হারিয়ে ছিলেন। এবং আজ তিনি পৃথিবী হতে বিদায় নিয়েছেন। যা আমাকে বেশ মর্মাহত করেছে।

বাবা-মা হারা এই সন্তান তার ছোট দুই ভাইকে পিতা-মাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিলো। কিন্তু রাজিবের অকাল বিদায়ে তার দুই ছোট ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি, পরিবার হারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে।

‘আশা করি জনপ্রিয় দৈনিক প্রথম আলোর সংশ্লিষ্ট কর্মকর্তা আমাকে রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিতে এবং তাদের খোজঁ পেতে সবার্ত্বক সহযোগিতা করে তাদের ভবিষ্যৎ সুন্দর জীবন-যাপনের জন্য সাহায্য করবেন। খোদা হাফেজ।’

এসএস

আরো পড়ুন : দাওরা হাদিস মডেল টেস্ট : একসঙ্গে ১০ প্রশ্নপত্র


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ