আবদুল্লাহ তামিম: শান্তি ফিরিয়ে আনতে, সিরিয়া নিয়ে বিশ্ব নেতাদের দ্বন্দ্ব ও সৌদি আরবের সঙ্গে ইরানের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে আরব লীগ নেতৃবৃন্দ রোববার রিয়াদে শীর্ষ সম্মেলনে বসছে।
এ সম্মেলনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আসতে বলা হয়নি। তাকে বাইরে রেখেই আরব লীগ নেতারা সিরিয়ার বিষয়ে আলোচনা করবেন। যদিও আরব লীগ থেকে সিরিয়া বহিষ্কৃত।
এদিকে আরব লীগের ২২ দেশকে সঙ্গে নিয়ে সৌদি আরব তার পুরনো প্রতিদ্বন্দ্বী দেশ ইরানকে মোকাবেলা করতে চায়। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুই দেশ সিরিয়া ও ইয়েমেনে এক ধরণের যুদ্ধে লিপ্ত রয়েছে। এছাড়া উভয় দেশ ইরাক ও লেবাননে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফ্রান্স ও যুক্তরাজ্য সিরিয়াতে বিমান হামলা চালানোর ২৪ ঘণ্টা পর আরব লীগ নেতারা এই সম্মেলনে বসছেন।
দামেস্ক সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এনে তিন দেশ সিরিয়ায় বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। সৌদি আরব বিমান হামলার পক্ষে তার অবস্থান জানিয়েছে।
সূত্র: এএফপি
আরো পড়ুন- সিরিয়ায় হামলার পক্ষে বিপক্ষে যেসব দেশের অবস্থান