শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ বৈশাখ ১৪৩১ ।। ১৭ শাওয়াল ১৪৪৫


দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষা ১৭ এপ্রিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাওহীদ আদনান
দেওবন্দ থেকে

আগামী ১৭ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্বখ্যাত দীনি বিদ্যাপীঠ উম্মুল মাদারিস ভারতের দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষা৷ ১৭ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে শেষ হবে আগামী ০৬ মে৷ ২০ দিনব্যাপী এ পরীক্ষা প্রতিদিন সকাল ৭টা থেকে শুরু হয়ে শেষ হবে বেলা ১১টায়। দাওরাসহ জামেয়ার সকল স্তরের পরীক্ষার্থীরা একযোগে এই বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

মাদরাসা নেসাবের সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিসে’র পরীক্ষা ১৭ এপ্রিল শুরু হলেও অন্যান্য ক্লসের পরীক্ষা শুরু হবে ১৮ এপ্রিল থেকে৷ আবার অন্যান্য ক্লাসের পরীক্ষাও যথা ক্রমে ০৬ মে এর পূর্বেই শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও ০৬ মে পর্যন্তই চলবে দাওরায়ে হাদীসের পরীক্ষা৷

বিগত দুই পরীক্ষার মতো এ পরীক্ষাও দেওবন্দের সুবিশাল ‘জাদিদ লাইব্রেরী’র  বেসমেন্টে অনুষ্ঠিত হবে৷ এখানে এক সঙ্গে প্রায় ৪ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন৷

পরীক্ষা উপলক্ষ্যে ইতিমধ্যেই ছাত্রদের মাঝে কাজ করছে টানটান উত্তেজনা৷ পরীক্ষার প্রস্তুতিসহ আনুসাঙ্গিক কাজে ব্যস্ত রয়েছেন শিক্ষার্থীরা৷ বিভিন্ন ছাত্রাবাসে গিয়ে দেখা গেছে ইতিমধ্যেই ছাত্ররা পরীক্ষার প্রস্তুতিমূলক অন্যান্য সকল কাজ গুছিয়ে নিয়েছেন৷ এখন সকলেই মত্ত রয়েছেন কিতাবাদি নিয়েই৷

অন্যান্য মাদরাসার মতো পরীক্ষার ফি বাবদ কোনো প্রকারের চার্জ নেয়া হয় না দারুল উলুম দেওবন্দে৷ বরং পরীক্ষা উপলক্ষ্যে মাদরাসা থেকে উল্টো টাকা তুলে দেয়া হয় ছাত্রদের হাতে৷

দাওরায়ে হাদিসের পরীক্ষার রুটিন করা হয়েছে এভাবে,
১৭ এপ্রিল মুওয়াত্তাইন৷ ২১ এপ্রিল আবু দাউদ শরিফ৷ ২৩ এপ্রিল শামায়েলে তিরমিযি৷ ২৫ এপ্রিল নাসায়ী ও ইবনে মাজা৷ ২৮ এপ্রিল ত্বহাবি শরিফ৷ ৩০ এপ্রিল মুসলিম শরিফ৷ ০২ মে তিরমিযি শরিফ৷ ০৬ মে বুখারি শরিফ৷

দেওবন্দের শিক্ষা দফতরে গিয়ে দেখা যায় ইতোমধ্যেই পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ পরীক্ষার হলে খাতাপত্র বিতরণ, সংগ্রহসহ অন্যান্য কাজের জন্য নিয়মিত স্টাফের বাইরে শুধু পরীক্ষার সময়ের জন্য আরো অতিরিক্ত স্টাফও নিয়োগ দেয়া হয়েছে৷

এইচজে


সম্পর্কিত খবর