বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ।। ১২ বৈশাখ ১৪৩১ ।। ১৬ শাওয়াল ১৪৪৫


‘জয় মাতা দি’ বলতে ইমামকে মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায
আওয়ার ইসলাম

নয়া দিল্লির এক মাদরাসা শিক্ষক ও ইমাম অভিযোগ করেছেন, বাসে চড়ে কোথাও যাওয়ার সময় দু’জন উগ্রবাদী হিন্দু তাকে ‘জয় মাতা দি’ স্লোগান দিতে বাধ্য করেছে এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে।

২৯ বছর বয়সী মাওলানা আফতাব আলম পুলিশকে জানিয়েছেন, গত ৮ এপ্রিল রাতের বেলা শাহ আবাদ এলাকা থেকে বাসে চড়ে বুওয়ানার জি জি কলোনিতে নিজের বাড়িতে ফেরার সময় ৩৭ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি তাকে প্রশ্ন করেছে, তিনি কি ভারতীয় কি না।

তিনি হ্যাঁ বলার পর তারা তাকে ‘জয় মাতা দি‘ স্লোগান দিতে বলে।

আফতাব আলম জানান, তিনি তাদের কথা অনুযায়ী ওই স্লোগান দিয়েছেন, কিন্তু তবুও ওই দুই ব্যক্তি তাকে মারধর করেছে।

ওই দুই ব্যক্তি প্রহলাদপুর বাস স্টেশনে নেমে গেলে মাওলানা আফতাব আলম পুলিশকে ফোন করে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেন।

পুলিশ বলেছে, আফতাব আলম ওই দুই ব্যক্তিকে চেনেন না। দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসার বলেছেন, ভিক্টিমের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তিকে ধরার চেষ্টা করা হচ্ছে।

রোজনামা খবরেঁ থেকে ওমর ফাইয়ায এর অনুবাদ

এফএফ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ