শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


খুলনা সিটির ৩১ ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কাউন্সিলর প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ নাসির উদ্দিন, খুলনা

বুধবার (১১ এপ্রিল) রাত ৯ টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কেসিসির ৩১ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেন নগর সভাপতি ও কেসিসির মেয়র প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক।

এগুলো হলো, ১ নং ওয়ার্ড : মোঃ জাহাঙ্গীর লস্কর, ২ নং ওয়ার্ড :- মোঃ বজলুর রহমান, ৩ নং ওয়ার্ড :- কারী শাহ আলম মীর, ৪ নং ওয়ার্ড জাহাঙ্গীর মোড়ল, ৫ নং ওয়ার্ড নাজমুল শিকদার, ৬ নং ওয়ার্ড তরিকুল ইসলাম কাবির,৭ নং ওয়ার্ড গাজী মিজানুর রহমান, ৮ নং ওয়ার্ড হাফেজ শামসুল আলম, ৯ নং ওয়ার্ড শেখ শওকত আলী, ১০. নং ওয়ার্ড জামাল হোসেন, ১১. নং ওয়ার্ড মোস্তফা হাওলাদার, ১২. নং ওয়ার্ড ডাঃ আজমল, ১৩. নং ওয়ার্ড আলহাজ্ব আবুল বাশার, ১৪. নং ওয়ার্ড লৎফর রহমান,

১৫. নং ওয়ার্ড জি এম কিবরিয়া, ১৬. নং ওয়ার্ড হাজী মারুফ, ১৭. নং ওয়ার্ড আব্দুর রশীদ, ১৮. নং ওয়ার্ড মোঃ মুকুল শেখ, ১৯. নং ওয়ার্ড আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফজলুর রহমান, ২০.নং ওয়ার্ড মোঃ শাহজাহান হাওলাদার, ২১. নং ওয়ার্ড শামীমুর আলম ২২. নং ওয়ার্ড মোঃ ইলিয়াস হোসেন, ২৩. নং ওয়ার্ড আলহাজ্ব আবু তাহের,

২৪. নং ওয়ার্ড শেখ মুহা. নাসির উদ্দিন, ২৫. নং ওয়ার্ড মোঃ ইমরান হোসেন মিয়া, ২৬. নং ওয়ার্ড আলহাজ্ব আকবর আলী পাঠান, ২৭. নং ওয়ার্ড মো ফেরদাউস গাজী সুমন, ২৮. নং ওয়ার্ড আলহাজ্ব ফজলুল করীম, ২৯. নং ওয়ার্ড রুহুল আমীন বিশ্বাস ৩০. নং ওয়ার্ড আলমগীর হোসেন ৩১. নং ওয়ার্ড গোলাম মোস্তফা সজীব মোল্লা।

আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এতে খুলনায় মেয়র পদে ইসলামী আন্দোলনের পক্ষে নির্বাচন করবেন অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক।

দুই সিটিতে নির্বাচন করবেন ৫ আলেম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ