আওয়ার ইসলাম: কোটা সংস্কারের দাবি জানিয়ে হ্যাকাররা ৫ টি গুরুত্বপূর্ণ সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে। রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের ওয়েবসাইট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বিসিএস প্রশাসনের ওয়েবসাইট এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়।
মঙ্গলবার রাত ১০টার দিকে বেশ কয়েকটি সরকারি সাইটে ব্রাউজ করলে সেগুলো হ্যাক হয়েছে বলে দেখা যায়। হ্যাকাররা ওই সাইটগুলো হ্যাক করার পর সেখানে লিখে রাখে 'হ্যাকড বাই বাংলাদেশ'। এছাড়াও হ্যাশট্যাগ দিয়ে রিফর্ম কোটা, স্টম দ্য জেনোসাইড, রিফর্ম কোটা সিস্টেমসহ কিছু স্লোগান দেখা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে কর্তৃপক্ষ।
কেএল