শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৫ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


সিরিয়ায় রাসায়নিক হামলার জোরালো জবাব দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার পূর্ব ঘৌতা অঞ্চলে রাসায়নিক হামলার জবাব জোরালোভাবে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে ট্রাম্প বলেন, সামরিক দিক দিয়ে অনেকগুলো পথ খোলা আছে। খুব 'শিগগিরই' এর জবাব দেওয়া হবে।

গত শনিবার ঘৌতার দৌমা শহরে সিরিয়ার সরকারি বাহিনীর একটি হেলিকপ্টার থেকে রাসায়নিক বোমা হামলার অভিযোগ ওঠে। হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে বলে জানায় সিরিয়াভিত্তিক স্বেচ্ছাসেবক উদ্ধারকারী দল হোয়াইট হেলমেটস। তবে কোনো ধরনের রাসায়নিক হামলার খবর সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের মিত্রশক্তি রাশিয়া।

হামলার খবরের পরপরই হোয়াইট হাউসের পক্ষে থেকে প্রতিক্রিয়া জানানো হয়।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, শনিবার হামলার পেছনে কাদের হাত রয়েছে তা যুক্তরাষ্ট্রের কাছে 'পরিষ্কার' হচ্ছে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকরোর সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প। সেখানে তারা সিরিয়ার ইস্যুতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

এদিকে শনিবারের হামলার নিন্দা জানান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। হামলায় সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে যারা সহায়তা করেছে তাদের দায়ী থাকতে হবে বলে জানান তিনি।

কেএল


সম্পর্কিত খবর