বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ।। ৩ বৈশাখ ১৪৩১ ।। ৮ শাওয়াল ১৪৪৫

শিরোনাম :
উপজেলা নির্বাচন নিয়ে ইসির নতুন নির্দেশনা ইরান সার্বভৌমত্ব রক্ষা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম: চীন বান্দরবানে দুর্গম পাহাড়ে অভিযানে কুকি-চিনের ৯ সদস্য গ্রেফতার আজমিরীগঞ্জে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কমিটি গঠন উদীচীর কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বিব্রত: ডিএমপি অনলাইন নিউজ পোর্টালের বিজ্ঞাপন নীতিমালা শিগগিরই বাস্তবায়ন : তথ্য প্রতিমন্ত্রী ইরানের হামলা ঠেকাতে ইসরায়েলকে সহায়তা করা নিয়ে যা বলছে সৌদি মিয়ানমারের আরও ১৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে যোগদান করলেন মুফতি মকবুল হোসাইন কাসেমী খুলনায় ইসলামী ছাত্র আন্দোলন নেতার হাত-পা বাঁধা লাশ উদ্ধার

লক্ষীপুরে ইশা ছাত্র আন্দোলনের ৯ নেতাকে নি:শর্ত মুক্তি দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
নিজস্ব প্রতিবেদক

চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে লক্ষীপুরে মানববন্ধন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এ সময় তাদের পুলিশি বাধা ও ধরপাকড়ের ঘটনা ঘটেছে।

জানা গেছে, কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা মহানগরীর নেতাকর্মীরা।

এ সময় তাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দেয় এবং ৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা শাখার সভপতিও রয়েছেন।

জানা গেছে, মানববন্ধন থেকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষীপুর জেলা শাখার সভাপতি মো. ইমরান হুসাইন, সহ-সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ছাত্রকল্যাণ সম্পাদক ইয়াসিন আরাফাত, শহর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদর উপজেলা কর্মী আলামিনকে গ্রেফতার করা হয়।

এদিকে গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তিদাবিতে ইশা ছাত্র আন্দোলন লক্ষীপুর শাখার নেতাকর্মীরা আজ বিকেলে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তি দাবি করেন। অন্যথায় ইশা ছাত্র আন্দোলন কঠোর অবস্থানে যাবে বলেও ঘোষণা দেন তারা।

লক্ষ্মীপুর জেলা শাখার নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে রামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ পারভেজ হোসেনের নেতৃত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ