শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ।। ৬ বৈশাখ ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৫


‘ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে তুরস্কে বৈশ্বিক সম্মেলন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ : বিশ্বজুড়ে বেড়ে ওঠা ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি বৈশ্বিক সম্মেলন শেষ করেছে তুরস্ক।

এই সম্মেলনে বিশ্বের অন্যতম ইসলাম প্রচারক এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

তুরস্কের ইস্তানবুলে তিনদিন ব্যাপী সম্মেলনটি সাবাহাত্তিন জাইম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইসলাম অ্যান্ড গ্লোবার এফেয়ার্সের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের মূলমন্ত্র ছিল ‘ইসলাম বিদ্বেষ প্রসঙ্গে : সংস্কৃতি এবং বৈশ্বিক রাজনীতিতে এর প্রভাব’।

ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ লিডসের একটি ইসলামি বিশেষজ্ঞ সালমান সায়্যিদ বলেন, ‘ইসলাম বিদ্বেষ কখনও একটি দুর্ঘটনা নয় এবং মানুষ ইসলাম বিদ্বেষের মধ্যে পড়ে না। এটি আমাদের ওপর জোরপূর্বক ঠেলে দেওয়া হচ্ছে।’

তিনি সৌদি আরবের জেদ্দাভিত্তিক মুসলিম রাষ্ট্রের জোট অর্গানাইজেশন অব ইসলামি কো-অপারেশন (ওআইসি)কে এই বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখার জন্য আহ্বান করেন।

ইনস্টল করুন ইসলামী যিন্দেগী

এ সম্মেলনে উপস্থিত ছিলেন তুরস্ক, কাতার, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রিয়া এবং সিঙ্গাপুরসহ আরও বহু রাষ্ট্রের শতাধিক বিশেষজ্ঞ এবং ইসলাম প্রচারক।

তারা ইসলাম বিদ্বেষ এবং মুসলিমদের প্রতি মানুষের ভুল ধারণা নিয়ে আলোকপাত করেন।

তুরস্কের আনাদুলু এজেন্সি থেকে সাখাওয়াত উল্লাহর অনুবাদ

গোনাহ করলে কি দাঁড়ি সেভ করতে হবে? যুবকের প্রতি মাওলানা তারিক জামিল


সম্পর্কিত খবর