শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ।। ১৪ চৈত্র ১৪৩০ ।। ১৯ রমজান ১৪৪৫


অ্যান্টার্কটিকায় বরফ গলছে ৫ গুণ : ঝুঁকির তালিকায় ঢাকাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অ্যান্টার্কটিকায় সমুদ্রের তলদেশে বরফ গলছে ৫ গুণ। গত ২০ বছরে বরফ গলার হার দ্বিগুণ হওয়ার পর এবার এক লাফেই ৫ গুণ হয়ে পড়ায় উদ্বিগ্ন  মেরু অঞ্চল নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানগুলো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এমনটি জানা যায়।

গবেষণাকারী প্রতিষ্ঠান সেন্টার ফর পোলার অবজারভেশন অ্যান্ড মডেলিং-এর নতুন এক গবেষণা প্রতিবেদনের বরাতে দ্য গার্ডিয়ানে বলা হয়, ২১ শতকের শেষদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার যে আভাস দেয়া আছে, নতুন গবেষণায় তার থেকেও ৫ গুণ বৃদ্ধি পাওয়ার আভাস পাওয়া গেছে।

এতে ঢাকা বা ঢাকার মতো জনবসতিপূর্ণ শহরগুলো দ্রুত মারাত্মক ঝুঁঁকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন গবেষকরা। বন্যা জলবায়ু উদ্বাস্তুকরণের ঝুুঁকিও হবে ত্বরান্বিত।

শতাব্দীর শেষদিকে ১শ কোটিরও বেশি সংখ্যক মানুষ জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার শিকার হবেন বলে মনে করছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর নিজস্ব বিশ্লেষক দল।

বিজ্ঞানীরা অনেক আগে থেকেই বৈশ্বিক উষ্ণতার কারণে মেরুপ্রান্তের বরফ গলার বিষয়ে সতর্ক করে আসছেন। মানুষের তৈরি  এ উষ্ণতা কমানোর ব্যাপারে তারা বিভিন্ন পরামর্শও দিয়ে আসছেন। বিশ্লেষকরা মনে করছেন, বিজ্ঞানীদের দেয়া ফর্মুলা না মানায় পৃথিবী দিনদিন ধ্বংসের মুখে নিপতিত হচ্ছে।

এসএস

আরো পড়ুন : আন্দোলনকারীদের সঙ্গে সরকারের বৈঠক ১১টায়


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ